পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/২১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মুসলমান-অধিকার—মোগল-রাজত্ব। እህሎች অধীনে গোলন্দাজী কাৰ্য্য গ্রহণ করে, আর কেহ কেহ মগদিগের সহিত মিলিত হইয়া মাঝে মাঝে এখানে সেখানে দক্ষ্যবৃত্তি করিয়া জীবিকা নিৰ্ব্বাহ করিতে থাকে । সাজাহান মগদিগকে দমন করিবার জন্য নওয়ার মহাল’ গঠিত করিবার আদেশ দেন এবং বঙ্গোপসাগরের উপকূলে কয়েকটি ফোজ দারী প্রতিষ্ঠিত করেন। * ঐ সকল নেয়ারা’ Beಿದ್ದ অৰ্শং নৌসৈন্যের জন্ত ঢাকা প্রদেশে ৭৬৮টি র+ cरुकोछणांप्रैौ &धऊि%; । তরী রক্ষিত হইয়াছিল এবং উহাদের ব্যয়নিৰ্ব্বাহার্থে ৭৮৯৫৪ টাকা আয়ের ৫টি মহাল নির্দিষ্ট ছিল। ঐ সময় হিজলীতেও একটি ফৌজদারী প্রতিষ্ঠিত হয় । হিঙ্গলীর ভৌগোলিক সংস্থান পৰ্য্যালোচনা করিলে ইহা সহজেই উপলব্ধি হয় যে, প্রধানতঃ জলদসু্যদিগের আক্রমণ হইতে বঙ্গোপসাগরকুলকে রক্ষা করিবার জন্তই হিজলীতে একটি ফৌজদারী স্থাপন করা বিশেষ আবগুক হইয়াছিল। এতদ্বব্যতীত হুগলী বন্দরকে স্বরক্ষিত করাও হিজলী ফৌজদারী-স্থাপনের অদ্যতম উদ্দেশ্য 1 + সপ্তগ্রামের পতনের পর ইগলী রাজবন্দর ও বাণিজ্যের একটি প্রধান কেন্দ্র হইয় উঠে । ইংরাঙ্ক, ফরাসী, ওলন্দাজ, পটুগিজ প্রভৃতি নানাজাতীয় বণিকেরা বাণিজ্যের জন্য হুগলীতে আগমন করায় হুগলী একটি সমৃদ্ধিশালী নগরে পরিণত হইয়াছিল। হুগলীত্বেও এক ফৌজদারী প্রতিষ্ঠিত থাকে। হুগলী নদী ও বঙ্গোপসাগর যে স্থানে মিলিত হইয়াছে, সেই স্থানেই হিলম্বী অবস্থিত। সুতরাং উহা মুরক্ষিত হইলে হুগলী বন্দর এবং হুগলী নদীর পশ্চিমতীরস্থ অনেক স্থানই শত্রুর আক্রমণ হইতে নিরাপদ্ধ হইবে, এই উদ্দেশ্বেই হিজলী ফৌজদারী '

  • - Fifth Report—Firminger—pt. п. р. 182. + Hunter's,Sta*istical Account, vol. III., p. 199.