পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/২১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3byίy মেদিনীপুরের ইতিহাস । প্রতিষ্ঠিত হয়। দেখিতে গেলে, বর্তমান সময়ে ডায়মণ্ড-হারবার দুর্গ যে উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হইয়াছে, হিজলী ফৌজদারী-স্থাপনেরও সেই একই উদ্দেশ্ব ছিল । - কসবা-হিজলী গ্রামে হিজলীর ফৌজদারের কার্য্যালয় প্রতিষ্ঠিত হইয়াছিল। তৎকালে ফৌজদারদিগের ক্ষমতা অসীম ছিল। বাঙ্গালার নবাব ও প্রধান সেনাপতির পরেই ফৌজদারদিগের আসন নির্দিষ্ট হইত। তাহাদিগের হস্তে দেশের শাসন ও বিচার-ভারের সহিত সৈনিকবলও তৃপ্ত থাকিত । র্তাহার। সেই সকল সৈন্তের সাহায্যে বহিঃশত্রুর আক্রমণ হইতে দেশ রক্ষা এবং দেশীয় দমু্যদলকে দমন করিতেন। হিজলীতে ফৌজদারী প্রতিষ্ঠিত হইবার পর সর্বদাই হিজলীর উপকূলে নওয়ার রণতরী-সমূহ সজ্জিত থাকায় মগদিগের অত্যাচার নিবারিত হয়। তাহারা তখন এ প্রদেশে লুণ্ঠনের আশা ত্যাগ করিয়া আরও কিছুদিন পর্য্যন্ত পূৰ্ব্ব-দক্ষিণ-বঙ্গকে উৎপন্ন দিতে থাকে। পরে সায়েন্ত খী সুবাদার হইয় তাহাদিগকে সম্পূর্ণরূপে পরাস্ত করিয়া চাটিগf মোগল-সাম্রাজ্যভুক্ত করেন। - জলদসু্যদিগের অত্যাচারে মে সকল নৌকাদি লুষ্ঠিত হইত, তাহদেয় নষ্টাবশেষ রক্ষা ও উৎপীড়িত ব্যক্তিদিগের সাহায্য করিবার জন্য হিজলীর ফৌজদার সমুদ্রোপকূলে স্থানে স্থানে কতকগুলি লোক নিযুক্ত করিয়াছিলেন। সরকারী কাগজপত্রে তাহার। সরবোলা নামে অভিহিত হইত। তাহার সমুদ্রোপকূলে পাহারাস্বরূপ নিযুক্ত থাকিত ; নৌকা বা জাহাজ ডুবি দ্রব্যাদি পাইলে সরকারে দাখিল করাও তাহাদের কার্য্যমধ্যে নির্দিষ্ট ছিল। সে জন্য তাহার বার্ষিক বৃক্তি পাইত। কোম্পানীর রাজত্বের প্রারম্ভেও এই প্রদেশে সরবোলাদিগের অস্তিত্ব ছিল । কিন্তু শেষে হিজলীর সরবোল।।