পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/২১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মুসলমান-অধিকার—মোগল-রাজত্ব। >げ。 তাহারাই রক্ষক থাকিয়া ভক্ষক হইয়া দাড়াইয়াছিল। নিমজ্জিত বা শত্রুর অত্যাচারে উৎপীড়িত ব্যক্তিদিগকে আশ্রয় দেওয়া দূরে থাকুক, তাহার ওiহ:দিগকে নানাপ্রকারে উৎপীড়িত করিয়া তাহাদের দ্রব্যাদি আত্মসাৎ করিত । অধিকন্তু, তাহারা মিথ্যা সঙ্কেত দ্বারা নৌকার লোকজনকে বিপৎসস্কুল স্থানে লইয়া গিয়া তাহাদের যথাসৰ্ব্বস্ব লুণ্ঠন করিয়া লইত । * এই কারণে উত্তরকালে তাহাদের কার্য্য রহিত করিয়া দেওয়া হয় । জাহাঙ্গীরের রাজত্বকালে রাজধানী দিল্লী হইতে উড়িষ্যায় স্বতন্ত্র শাসনকর্তী নিযুক্ত হইতেন। সাজাহানের শাসনসময়ে তাহার - দ্বিতীয় পুত্র মুজা বাঙ্গালার শাসনকৰ্ত্ত নিযুক্ত *:" হইয়া আসিলে, সে সময় উড়িষ্যাও তাহারই - কর্তৃত্বাধীন করা হয়। সুজা বাঙ্গাল ও উড়িষ্যার রাজস্বের এক নূতন বন্দোবস্ত করিয়াছিলেন ; সে কণ প্রথম অধ্যায়ে বিবৃত হইয়াছে। ঐ বন্দোবস্তে তোডরমল্লের সময়ের সরকার ও মহালগুলির ভাঙ্গাগড়া করিয়া তিনি কতকগুলি ক্ষুদ্রতর সরকার ও মহালের স্বাক্ট করেন । ইহার ফলে এ দেশের জমিদারের ংখ্যা বৃদ্ধি পাইয়াছিল। আবার কোন কোন জমিদারের অধিকারে একাধিক মহালও ছিল, দেখা যায়। সে সময় সাধারণতঃ ক্ষুদ্র ক্ষুদ্র মহালের অধিকারিগণ চৌধুরী বা ভালুকদার আধ্যায় এবং বড় বড় মহালের অধিকারিগণ রাজা বা জমিদার নামে অভিহিত হইতেন । সুজার এই নুতন রাজস্ব-বন্দোবস্তে যে সকল জমিদার-বংশের অভু্যদয়।

  • Selections from the Record. of the Board of Revenue L. P. Bengal. “Report on the Settlement of the Jallamutha Estate in the District of Midnapore by Messers Mill and Bayley” p. 280.