পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/২১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

sa মেদিনীপুরের ইতিহাস । হইয়াছিল, তাহাদেরও কাহারও কাহারও বংশ এখনও আছে। আমরা উইাদের বংশবিবরণ ও সেই সময়ের অন্য যে সকল বংশ লুপ্ত,হইয় গিাছে, তাহাজের যাহার যাহার সম্বন্ধে কিছু সংগ্ৰহ করিতে পারিয়াছি, পরবর্তী জমিদুর-বংশ’-শীর্ষক অধ্যায়ে তাহাও লিপিবদ্ধ করিব। সুলতান সুজা প্রায় ২০ বৎসর বাঙ্গালায় সুবাদারী, করিয়াছিলেন । তাহার রাজত্বকালে মগ ও ফিরিঙ্গীদিগের উৎপাত এক প্রকার নিবারিত হইয়াছিল। সঙ্গীতপ্রিয়, উদারহয়, সাহসী মুজার শাসনে বাঙ্গালায় আবার কিছুদিনের জন্য সম্পদ ও আমোদ ফিরিয়া আসিয়াছিল। কিন্তু মুখের কাল বেশী দিন স্থায়ী হয় নাই। বৃদ্ধ সাজাহান পীড়িত হইয়া পড়িলে তাহার তৃতীয় পুত্ৰ কুটবুদ্ধি ওরঙ্গজেবের ষড়যন্ত্রে তিনি কারাগারে নীত হইলেন, জ্যেষ্ঠ পুত্র দীর প্রাণ হারাইলেন, ঔরঙ্গজেব দিল্লীর সিংহাসনে উপবেশন করিলেন। মুজা দুই বৎসর যুদ্ধ করিয়া বাঙ্গালা ছাড়িয়া আরাকানে পলায়ন করিলেন । সেখানে বিশ্বাসঘাতক মগ রাজার হন্তে বন্ধুহীন, ভাগ্যহীন মুজ সবংশ নিহত হইলেন। মুজার সর্বনাশের প্রতিশোধ লইতে র্তাহার কেহই রহিল না, কিন্তু তিনি যে মহান জাতিকে বাঙ্গালায় আশ্রয় দিয়াছিলেন, সেই মহান ইংরাজ জাতি ইহার নুনাধিক একশত বৎসর পরে পলাশী-ক্ষেত্রে মোগলদিগকে মুজার মৃত্যুর প্রতিশোধের পরিবর্তে প্রায়শ্চিত্তের বিধান দিয়াছিলেন। সুজার শাসনকালেই সুযিখ্যাত স্বদেশ-হিতৈষী ডাক্তার বোঁটুনের কল্যাণে ইংরাজ কোম্পানী বার্ষিক তিন হাজার টাকামাত্র পেঙ্কস * দিয়া বিনা মাণ্ডলে বাঙ্গালীয় বাণিজ্য করিবার ৰাজা . অনুমতি প্রাপ্ত হন। যে উক্ষমণীল প্রবল জাতির श्ब्रांज ८कांग्लार्नेौ &# - ভাগ্যস্থত্রে সম্প্রতি সমগ্র ভারত গ্রথিত, তাহাদের