পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/২১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মুসলমান- '.'ধকার—মোগল-রাজত্ব । . ఫిఫె : ভারতে আগমনের প্রথম কথা সকলেই জ্ঞাত আছেন। পূৰ্ব্বে বলিয়াছি, ইউরোপীয় বণিকৃগণের মধ্যে পৰ্টুগিজরাই প্রথমে বাঙ্গালায় আসেন, তৎপরে ওলন্দাজগণ ও তাঁহাদের পরে ইংরাজগণ আসিয়াছিলেন। ১৬৩২ খৃষ্টাব্দে মাদ্রাজের ইংরাজগণ মছলিপত্তন হইতে প্রথমে উড়িষ্যার উপকূলভাগে হরিহরপুরে ও পরবৎসরে বালেশ্বরে প্রবেশ করিয়া শুভদিনে, শুভক্ষণে মোগল শাসনক্ষত্তাকে পূজোপচারে বশীভূত করিয়া তাহার এ দেশে বাণিজ্যের স্বত্রপাত করিয়াছিলেন। তার পর যেরূপে র্তাহারা বঙ্গে আসিয়া শনৈঃ শনৈঃ পৰ্ব্বত লঙ্ঘন করিয়াছেন, তাহার ইতিহাস একদিকে, যেমন বৈচিত্র্যময়, তেমনই অন্যদিকে জগতের ইতিহাসে এক অত্যাশ্চৰ্য্য ব্যাপার। ইংরাজ জাতির সেই প্রথম কালের ইতিহাসের সহিত হিজলার মুম্বন্ধও অতি ঘনিষ্ঠ ছিল । * ইংরাজী ইতিহাসে দেখিতে পাওয়া যায়, অন্যান্য ইউরোপীয় বণিকৃদিগের প্রতিদ্বন্দ্বিতীয় ও কিয়ৎপরিমাণে স্বীয় কৰ্ম্মচারিগণের অভিজ্ঞতার অভাবে প্রথম প্রথম এ দেশে ইংরাজ মোগলের সৰিত কোম্পানী বাণিজ্যের বিশেষ সুবিধা করিতে পারেন ੰ নাই। বিশেষতঃ সায়েস্তা খাঁর শাসনকালে ইংরাজ - কোম্পানীর অধ্যক্ষ জব চাণকের সহিত দেশীয় কর্তৃপক্ষগণের বিবাদ-বিসংবাদ উপস্থিত হওয়ায় তাহাদিগকে যথেষ্ট অসুবিধা ভোগ করিতে হুইতেছিল। ঐ সময় নানা কারণে মোগলের সহিত ইংরাজের আদে বনিবনাও ছিল না। কোম্পানীর ডিরেক্টরগণ তাহ অবগত হইয়া লিখিয়াছিলেন যে, মোগলের সহিত যুদ্ধ-ঘোষ৭াই সমীচীন। কিন্তু তৎপূৰ্ব্বে মাত্রাজের ফোর্ট জর্জের শাসনকর্তাকে • C. R wilson's Early Annals of the English in Bengal volume II. -