পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/২২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মুসলমান-অধিকার—মোগল-রাজত্ব। >సెలి কিছুকাল পরেই ইংরাজদিগের জনৈক বন্ধুর সহিত নবাবের মনোমালিন্ত ঘটে ; ইংরাজের প্রকারস্তরে তাহার সহায়তাকারী বিবেচনা করিয়া নবাব পূৰ্ব্বক্লত প্রতিশ্রুতি ভঙ্গ করিয়া প্রকাগু ভাবে তাহাদের শক্ৰতা করিতে লাগিলেন। সুতরাং ইংরাজের যুদ্ধ ভিন্ন গত্যান্তর রহিল না। কাপ্তেন নিকলসন নবারের হুগলীর কুঠ ভস্মসাৎ করিয়া হিজলী অধিকার করিলেন। হিজলীর মোগল-সৈন্তাধ্যক্ষ মালিক কাশিম বিনাযুদ্ধে পৃষ্ঠ প্রদর্শন করিলেন। র্তাহার রসদ, কামান, দুর্গ ইত্যাদি সমস্তই ইংরাজদিগের হস্তগত হইল। ১৬৮৭ খৃষ্টাব্দের ২৭শে ফেব্রুয়ারী তারিখে ৪২০ জন সৈন্তসহ চার্শক হিজলীতে উপনীত হইয়া নিজেকে মুরক্ষিত করিলেন। কোম্পানীর দুই একখানি ব্যতীত যাবতীয় যুদ্ধ-জাহাজ ও রনতরী (Sloops) হিজলীর চতুর্দিক বেষ্টন করিয়া রহিল। মুসলমানদিগের পরিত্যক্ত দুর্গ চার্ণক অধিকার করিয়া রাখিলেন। হিজলী অধিকারের পর চার্ণক ১৭০ জন ইংরাজ সৈন্যকে বালেশ্বর অধিকার করিতে প্রেরণ করিলেন। বালেশ্বর সহজেই অধিকৃত হইল। বিলাতের ডিরেক্টর সভা, কয়েক দিনের মধ্যে "*" হগলী লুণ্ঠন, হিজলী অধিকার ও বালেশ্বর ধ্বংসের সংবাদ পাইয় পরিতুষ্ট হইলেন। কিন্তু ভারত-সম্ৰাট ঔরঙ্গজেব এ সংবাদে বিন্দুমাত্র বিচলিত হইলেন না। তিনি এই মাত্র খবর লইয়াছিলেন, ‘হুগলী, হিজলী,বাগেশ্বরের ন্যায় অপরিচিভ স্থানগুলিকোথায় ? নবাব শায়েস্ত ধাইহার পর অবিচলিতচিত্ত্বে হিজলী পুনরাধিকারের জন্য যথেষ্ট অশ্বারোহী ও পদাতিক প্রেরণ করিলেন। নবাবের সৈন্তগণ রগুলপুর নদীর পরপারে দারিয়াপুর গ্রামে জাগিয়া ছাউনী কেলিল ; ইংরাজদিগের সমুদয় পোত একদিনেই রগুলপুর নদীর মধ্যে বিতাড়িত ల