পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/২২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মেদিনীপুরের ইতিহাস। לפלל পূৰ্ব্ববং অবাধে বাণিজ্য চালাইবার অনুমতি প্রদান করিলেন। জঙ্গালায় ইংরাজের পুনঃ প্রতিষ্ঠার পরওয়ানা জাগিল। তখন জার শায়েন্ত খাঁ ছিলেন ন!—নিরীহ নবাব ইব্রাহিম খাঁ কোম্পানীর সর্বপ্রকার সুবিধার ব্যবস্থা করিয়া দিলেন। ৯ জব চাৰ্ণক পুনরায় সঙ্গলে উপনীত হইলেন। " এবার আর হুগলী বা হিজলী নিরাপদ নহে ভাবিয়া অদূরে মুতানুটী কলিকাতায় কুঠ নিৰ্ম্মিত হইল ; ভাবী ভারত-সাম্রাজ্যের বীজ বপন করা হইল। স্বর্ণপ্রস্থ ভারতে বাণিজ্য ও সঙ্গে সঙ্গে রাজত্ব প্রতিষ্ঠার জন্য যে কয়জন ইংরাজের নাম চিরস্মরণীয় হইয়া রহিয়াছে জব চার্ণকও তাহাদেব মধ্যে একজন। ভারতের বিদ্যা, শিল্প ও বাণিজ্য-প্রধান রাজপ্রাসাদ-নগরী’ কলিকাতার এই জব চার্ণকই প্রতিষ্ঠাতা। ইংলণ্ডের তৎসাময়িক মন্ত্রী-সভা চার্ণকের বুদ্ধি, কৰ্ত্তব্যজ্ঞান ও সাহসিকতায় মুগ্ধ হইয় তাহাকে যে অভিনন্দন-পত্ৰ প্রদান করিয়াছিলেন, তাহাতে এই হিজলী যুদ্ধেরও উল্লেখ ছিল। হিজলী যুদ্ধে জব চাৰ্ণক ব্যতীত অন্ত যে সকল ইংরাজ রাজপুরুষ কৃতিত্ব প্রদর্শন করিয়াছিলেন তন্মধ্যে রিচার্ড ট্রেঞ্চফিল্ড, ম্যাকরিখ ও জোলাণ্ডের নামও উল্লেখযোগ্য। শায়েস্তা খার পরে নবাব ইব্রাহিম খা বাঙ্গালার সুবাদারী প্রাপ্ত হইয়াছিলেন। শায়েন্ত ধার শাসন বঙ্গে মোগল অধিকারের দৃঢ় প্রতিষ্ঠার সহিত সৰ্ব্বাঙ্গীন শাস্তি সংস্থাপিত হইয়াছিল। క్గా কিন্তু সেকালে রাজশক্তি ও প্রতাপ ব্যক্তিগত থাকায় শায়েন্ত ধার অন্তধর্ণনের সঙ্গে সঙ্গেই ধীরে ধীরে অশাস্তির সঞ্চার হইতে লাগিল। এদিকে সম্রাট ঔরঙ্গজেব সমীচীন রাজনীতি রসাতলে দিয়া রাজ্যের প্রত্যেক শীরা পৰ্য্যন্ত শোষণ করিতে

  • बात्राणाद्र शठिशन, नवासौ जांमज, कांजौथगग्न दष्मागाशाङ्ग,-ः >७ ।।