পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/২২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

दे●● . মেদিনীপুরের ইতিহাস। দিলেন এবং পরদিন যুদ্ধে প্রবৃত্ত হইয়া তাহাদিগকে সম্পূর্ণরূপে পরীविड कब्रिएनन। ब्रश्मि ई उँीशद्र मश्ठि पूएक गशकक शहेरठ न পারিয়া উড়িষ্যায় পলায়ণ করিল। অনস্তর অস্তান্ত বিদ্রোহি জমিদারেরা সকলেই সম্রাটের অধীনতা স্বীকার করিলে বাঙ্গালার বিষম বিদ্রোহ বছি নিৰ্ব্বাপিত হয়। o এই বিদ্রোহের সময়ও মেদিনীপুর জেলার অবস্থা অতীব শোচনীয় হইয়াছিল। নিরবিচ্ছিন্ন অরাজকতা চারিদিকে বিরাজ করিতেছিল। এই বিদ্রোহের ফলে নিরপরাধি কত ব্যক্তিকে যে কত প্রকেের উৎপীড়িত ও নিগৃহীত হইতে হইয়াছিল তাহার সংখ্যা নাই। শিবায়ণ কাব্যে তাহার যৎকিঞ্চিৎ পরিচয় আছে। ফাব্যরচয়িতা কবি রামেশ্বর ভট্টাচার্ষ্য নিজেও এই সময় বিশেষরূপে উৎপীড়িত হইয়াছিলেন। এই বিদ্রোহের সময়েই কবি স্বীয় জন্মভূমি বরদা পরগনায় অন্তর্গত যদুপুর গ্রাম হইতে বিতাড়িত হইয়া আসিয়া মেদিনীপুর কর্ণগড়ের রাজার আশ্রয় গ্রহণ করিয়াছিলেন। বরদা পরগনায় শোভা সিংহের গড়বাড়ীর ভগ্নাবশেষ অস্থাপি বিদ্যমান আছে। জাজিম ওসমান যখন বাঙ্গালার শাসনকর্তা সেই সময় ১৭-১ খৃষ্টাব্দে মুর্শিদকুলী খাঁ বাঙ্গালার দেওয়ান হুইয়া আসেন। তৎকালে দেওয়ান রাজস্ব আদায় ও খরচে সৰ্ব্ব প্রধান কৰ্ম্মSAAAAAA SAAAAAS DDD DDDBS BBBDD BBBBBB বাঙ্গালার নাজিম বা সমগ্র প্রদেশের শাসনকর্তা নিযুক্ত হইয়াছিলেন। তিনি বাঙ্গালার রাজস্বের এক মূক্তন হিসাব প্রস্তুত করিয়া বঙ্গদেশকে কয়েকটি চাকলায় বিভক্ত করেন। সাজুজার লম্বয়ের কয়েকটি সরকার ৰিভাগ লইয়া এক একটি চাকলা গঠিত হইয়াছিল ; প্রথম অধ্যায়ে গে

  • दानानाब ३किशन-नवादी थाबण-गुः २५-२१ ।।