পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/২৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨જરી, মেদিনীপুরের ইতিহাস। ৰানাদার এবং জমিদারগণও কতক পরিমাণে, বর্তমান সময়ের পুলিশের তার কার্য্য করিতেন । মুর্শিদকুলী খাঁর সময়ে ফৌজদারী আদালত, কাজী আদালত, দেওরানী আদালত ও নিজামত আদালত নামে চারি প্রকার বিচার আদলতের প্রতিষ্ঠা হইয়াছিল। লেজাৰী আদালতে ফৌজদারই বিচার করিতেন। গের্ব,শাৰিভর প্রভৃতি সামান্ত সামান্ত ফৌজদারী মোকদষ ফৌজদারদিগকেই করিতে হইত এবং নরহত্যা প্রভৃতির গুরুতর অভিযোগ তাহারা প্রথমে শ্রবণ করিয়া পরে নিজামত্ব আদালতে সোপর্দ করিতেন। কখনও কখনও নিজামত আদালতের আদেশে তাহারা উহার বিচারও করিতে পারিতেন । নিজামত আদালতের আদেশে অভিযুক্ত অপরাধীর প্রাণদণ্ডাদির বিধান ফৌজদারকেই কার্য্যে পরিণত করিতে হইত। ফৌজদারী আদালত এক প্রকার নিজামত আদালতেরই অধীন ছিল এবং প্রত্যেক চাকলায় একটি করিয়া ফৌজদারী আদালত প্রতিষ্ঠিত ছিল। কাজী আদালতে প্রধান কাজী বিচার করিতেন। মুসলমান ধর্শ্ব ও মুসলমানগণের উত্তরাধিকার, উইল, ন্যাস, হেব বা দান, ক্রয়-বিক্রয় প্রভৃতির বিচার কাজীর আদালতে হইত। প্রধান কাজির অধীনে মফঃস্বলের স্থানে স্থানেও কাজীর আদালত ছিল। দেওয়ানী আদালতে জমিদারগণের সীমা সরহাদ ও প্রজাদ্বিগের বাকী খাজনা প্রভৃতির বিচার হইত। তম্ভিল্ল হিন্দু প্রজার দায়ভাগ ও উত্তরাধিকারের মিম্পত্তি ও জমিদারগণ যে সকল সামাগু সামান্ড দেওয়ানী মোকদমা করিতেন তাহার আপীল এই আদালত হইতে নিম্পত্তি হইত। দেওয়ালী আদালতের বিচারভার খালসার দেওয়ামের উপর নির্ভর করিম্ভ। তাছার অধীমে দারোগ

  • शूभिधावाप्नश्च शलिराग-वषष खि-यूषॆ sss।