পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/২৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ર૦.8 মেদিনীপুরের ইতিহাস। মুসলমান কৰ্ম্মচারীরা তাঁহাকে নবাব বলিয়া স্বীকার করিল না ; যুদ্ধ বাধিয়া গেল। অনেক রক্তারক্তি কাটাকাটি হইল। সেই রক্তে মেদিনীপুরের মৃত্তিকাও রঞ্জিত হইল। অবশেষে উড়িষ্যা আলীবর্দ্রীর পদানত হইল। কিন্তু উড়িষ্যার যুদ্ধ থামিতে না থামিতে নাগপুর অঞ্চল হইতে মারহাট্টারা আসিয়া বাঙ্গালার লোকের উপর অত্যাচার আরম্ভ করিয়া দিল। আলীবর্দী খ ব্যতিব্যস্ত হইয়া পড়িলেন। মারহাট্টাদিগের উপদ্রব বা “বৰ্গীর হাঙ্গামা” আলীবর্দী খাঁর শাসনকালের প্রসিদ্ধ ঘটনা। বর্গীর অত্যাচার উৎপাতের কাহিনী এখনও পৰ্য্যস্ত বাঙ্গালীর গৃহে গৃহে শুনিতে পাওয়া যায়। যে বৰ্গীর নামে একদিন ভারতের আবাল বৃদ্ধ বণিতা থরহরি কম্পমান হইত, আজিও যাহাদের ভয় দেখাইয়া বঙ্গীয় জননী দুরন্ত শিশুকে । ঘুম পাড়াইয়া থাকেন, মেদিনীপুরও একদিন তাহাদের ভীষণ উৎপীড়ন হইতে রক্ষা পায় নাই । তাহারা এক একবার “হর হর মহাদেও” শব্দে এ প্রদেশেয় উপর আসিয়া পড়িত আর সমস্ত দেশকে ধ্যস্ত, বিধ্বস্ত করিয়া দিয়া যাইত। বগীদিগের সহিত মেদিনীপুরের সম্বন্ধ অবিচ্ছেন্ত । বখন প্রায় সমগ্র বঙ্গে ইংরাজ শাসনবদ্ধমূল হইয়া দেশে পূর্ণ শাস্তি বিরাজ করিতে ছিল, উহার মুনাধিক ত্রিশ বৎসর পর পৰ্যন্তও মেদিনীপুরের কোনও কোনও স্থান বর্গীদিগের অধিকারভূক্ত ছিল। মেদিনীপুরের বক্ষের উপর বর্গীতে মোগলে ও বীতে ইংরাজে অনেক সংঘর্ষ হইয়া গিয়াছে। তাহার বিস্তারিত বিবরণ পরবর্জ এক পৃথক অধ্যায়ে লিপিবদ্ধ হইল। २१e४ धुंडेॉाभ बबांब चागौबकौं थैग्नि मृडू श्ण ऊँीशद्र थिग्न দৌহিত্র সিরাজদ্দৌলা বাঙ্গালার সিংহাসনে আরোহন করিলেন। নবাৰ সিরাজদৌলার সময়ে বাঙ্গালার রঙ্গমঞ্চে নূতন নাটকের অভিনয়