পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/২৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఇo s মেদিনীপুরের ইতিহাস । নবাবের অত্যাচারের इंड হইতে উদ্ধার পাইবেন না ; সেই জন্ত তিনি স্বয়ং না গিয়া স্বীয় ভ্রাতা ও ভ্রাতু-পুত্রকে পাঠাইয়া দিলেন। নবাবের প্রধান মন্ত্রী রাজা দুর্লভরামের সহিত রাজারামের বিশেষ ঘনিষ্ঠত। ছিল, মীরজাফর একথা জানিতেন। রাজারাম নবাব দরবারে উপস্থিত না হওয়ার নবাব ভাবিলেন যে, প্রধান মন্ত্রীর চক্রান্তে রাজারাম সমস্ত অবস্থা জ্ঞাত হইয়াই তাহার সমীপে উপস্থিত হন নাই। উহাতে ক্রুদ্ধ হইয়া তিনি রাজারামের আত্মীয় দু’জনকে কারারুদ্ধ করিলেন। ক্লাইব মীরজাফরকে ঐক্লপ কাৰ্য্যের কারণ জিজ্ঞাসা করিলে তিনি উত্তর দিয়াছিলেন—“রাজারাম ইংরাজদিগের শক্ৰতা সাধন করিতে সচেষ্ট ছিলেন । তনি সিরাজের সঙ্গে ফরাসী বুসির সংবাদ আদান প্রদানের ব্যবস্থা করিয়া দিয়াছিলেন।” * মুর্শিদাবাদের পূৰ্ব্বোক্তরূপ সংবাদ পাইয়। রাজারাম দুই সহস্ৰ অশ্বারোহী ও তিন সহস্র পদাতিক সংগ্ৰহ করিয়া আত্মরক্ষার্থ প্রস্তুত হইলেন এবং ক্লাইবকে লিথিয়ু পাঠাইলেন—“মীরজাফর খাকে লক্ষ টাকা নজর দিতে প্রস্তুত আছি এবং স্বয়ং ক্লাইব যদি প্রতিভূ হ’ন তাহা হইলে নবাবের নিকট উপস্থিত হইয়া বগুত স্বীকার করিতেও স্বীকৃত আছি ; কিন্তু আমাকে আক্রমণ করিলে আমার দেশে জঙ্গলের মধ্যে আশ্রয়স্থানের অভাবনাই— আমি সেইখানে থাকিয় জীবনের শেষ দিন পর্য্যস্ত যুদ্ধ করিতে পারিব।” সে সময় দেশের শান্তি নষ্ট করিয়া বিনা যুদ্ধে কার্য্যোদ্ধার করাই কুট রাজনীতিক ক্লাইবের উদেশ্ব ছিল, তাই তিনি নবাবকে ফৌজদার রাজারামের প্রস্তাবে স্বীকৃত হইতে অনুরোধ করিলেন। ঐ সময় রাজারাম ক্লাইবের সহিত সাক্ষাৎকরিতে চাহিলে তিনি র্তাহাকে লইয়া যাইবার , Bengal in 1756-57, Vol. I. pp. Ioo, I2o ; Vol. II. pp. 22, 137, I49, 313, 3I4.