পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/২৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মুসলমান-অধিকার—মোগল-রাজত্ব। २०१ জন্য পিপলী বন্দর পর্য্যন্ত একদল ইউরোপীয় সৈনিক প্রেরণ করিয়াছিলেন। সাক্ষাতের সময় ক্লাইব বলিয়াছিলেন যে, নবাব তাহার প্রতি আর কোনরূপ অত্যাচার করিরেন না। সেই কথার উপর নির্ভর করিয়া ইউরোপীয় সেনাদল পরিস্তুত হইয়। রাজারাম মুর্শিদাবাদে গমন করেন এবং ক্লাইবের মধ্যস্থতায় নবাবের সহিত তাহার মিলন হয়। • ইংরাজ কোম্পানীর অনুগ্রহে মীরজাফর র্থ বাঙ্গালার মসৃনদে বসিয়াছিলেন ; কিন্তু তিনি ইংরাজের অভিমতে বাঙ্গাল শাসন করিতে পারেন মেদিনীপুরে কোম্পা নাই, সেইজন্য তাহাকে সিংহাসনচ্যুত করিয়া নার অধিকার ইংরাজ কোম্পানী তাহার জামাতা মীরকাশেমকে "" বাঙ্গালীরসিংহাসন প্রদান করেন। মদ্ভুকাশেম বঙ্গের মসূনদে বসিয়া ১৭৬১ খৃষ্টাব্দের ২৬শে সেপ্টেম্বর এক সন্ধির সর্তানুসারে ইংরাজ কোম্পানীকে চাকল। মেদিনীপুর, চাকলা বৰ্দ্ধমান ও চট্টগ্রাম ( থানা ইস্লামাবাদ ) প্রদেশের সম্পূর্ণ অধিকার ছাড়িয়া দেন। } ঐ সময় হইতে ঐ তিন স্থানে কোম্পানীর সম্পূর্ণ অধিকার প্রতিষ্ঠিত হয় । কিন্তু বঙ্গের অন্যান্য স্থান তখনও নবাবের অধিকারভুক্ত থাকে। তবে পূৰ্ব্বেই বলিয়াছি, নবাব তখন নামে মাত্রই নবাব ছিলেন ; ইংরাজ কোম্পানীই সেই সময় বাঙ্গালার সৰ্ব্বেসৰ্ব্ব । মীরজাফরকে সিংহাসনচ্যুত করিয়া মীরকাশেমকে সিংহাসন প্রদান করা হইয়াছিল, আবার পরবর্তিকালে মীরকাশেম ইংরাজদ্বেষী হইলে তাহাকে পাচুত করিয়া পুনরায় মীরজাফরকে বাঙ্গালার সিংহাসনে বসান হইল। ১৭৬৫ খৃষ্টাব্দের জানুয়ারী মাসে মীরজাফরের মৃত্যুর পরে তৎপুত্র নজম উদ্দৌলা ইংরাজ কোম্পানীর সহিত সন্ধি স্বত্রে আবদ্ধ হইয়৷ | • Broomes History of the Bengal Army, pp. 183, 186, 187.

  1. Aitchison, Vol. I., pp. 216-217.