পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/২৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१*३ ८वश्मैिौभूब्रव्र हेठिशन् । স্বাধ্য ইন্ম। তাঙ্কর পণ্ডিত পঞ্চকোটের মধ্য দিয়া প্রত্যাবর্তন কালে ৰুষের মধ্যে পথ হারাইলেন। তখন ঐ সকল সৈন্য লইয়া নাগপুর প্রত্যাকর্কন অসম্ভব বুঝিয় তিনি স্বপক্ষাবলম্বী মীর হবিবের উপর সৈন্য চালন তার দিল্প স্বয়ং স্বদেশে গমন করিলেন। হবিব সেনাদলকে বিষ্ণুপুরের বন-মধ্য দিয়া লইয়া গিয়া চন্দ্রকোণার প্রান্তর পার হইয়া মেদিনীপুরের নিকট উপনীত হইলেন। কিন্তু নবাব তখনও তাহাদের অনুসরণে নিবৃত্ত হন নাই জানিয় তাহারা মেদিনীপুর ত্যাগ করিয়া উড়িষ্যায় যাইয়া আশ্রর লইল ! - ১৭৪৪ খৃষ্টাব্দে রঘুজী ভেঁাশলা পুনরায় সেনাপতি ভাস্কর পণ্ডিতকে সদলে বঙ্গে প্রেরণ করিলেন । পুনরায় পশ্চিম-বঙ্গ ত্রস্ত হইল । আলীবর্দী খাঁ মেদিনীপুরে ভাস্কর পণ্ডিত কর্তৃক ಶ್ಗ আক্রাস্ত হইলেন। কিন্তু বল প্রয়োগে মহারাষ্ট্রীয়-- গণকে প্রতিহত করিবার আশা নাই দেখিয়া তিনি বিশ্বাসঘাতকতা অবলম্বনের উদ্যোগ করিলেন । অতঃপর তিনি যে পন্থাবলম্বন করিয়া কূট রাজনীতিত্বের পরিচয় দিয়াছিলেন তাহী বড়ই ঘৃণিত। তিনি সন্ধির ভাণ করিয়া মহারাষ্ট্রীর-সেনাপতি ভাস্কর পণ্ডিতকে স্বীয় শিবিরে নিমন্ত্ৰণ করিয়া লইয়া গিয়া তথায় মনুষ্য সমাজের চরম পাপের অভিনয় করিয়া সেবারের মত মারহাট্টাদিগের বঙ্গের লীলা ও তাঙ্কর পণ্ডিতের মানব লীলা সমাপ্ত করিয়া দেন। সেনাপতির মৃত্যুর পর মারহাট্ট সৈন্য ছিন্ন-ভিন্ন হইয়া স্বদেশে ফিরিয়া যায় । { ইহার পর ঐ ঘটনায় অধিকতর উত্তেজিত হইয়া মহারাষ্ট্ৰীয় সৈন্ত দলে দলে আসিয়া বাঙ্গালার উপর পতিত হয়। রঘুজী তোশল ভাস্কর

  • রিয়াজ-উস্-সালাতৗন-বাঙ্গালা অনুবাদ-রামপ্রাণ গুপ্ত। + রিয়াজ-উস্-সালাতীন—(অম্বরাদ –পৃ. ৩৩৯।