পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/২৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মহারাষ্ট্রীয় উপদ্রব বা ৰঙ্গীর হাঙ্গামা । ২১৩ পণ্ডিতের মৃত্যুর প্রতিশোধ লইবার জন্ত অধিকতর জায়োজন করিয়া বাঙ্গালায় উপনীত হইলেন। মারহাট্টাগণ এইবার ীি তদার নবাঘের ছয়তির জন্য বাদাগার হতভাগ্য অধিবাসিগণের প্রতি আমাহুৰ অভ্যাচার জারস্ত করিল। স্বনামখ্যাত ঐতিহাসিক ঐযুক্ত কালীপ্রসন্ন বন্দোপাধ্যায় মহাশয় লিখিয়াছেন, “পৃথিবীর ইতিহাসে বৰ্ব্বরোচিত নির্দয়ত ও ভয়াবহ অত্যাচায়ের যাহ। কিছু নিদর্শন আছে, বৰ্গীর অত্যাচার তুলনায় তাহার কোনটি অপেক্ষ অল্প ভীষণ নহে।” • বগীদিগের শাণিত তরবারির অগ্রভাগ হইতে আবাল-বৃদ্ধ-বণিতা, হিন্দু, মুসলমান কেহই নিষ্কৃতি লাভ করিতে পারে নাই। তাহারা গ্রাম, নগর পুড়াইয়া, শস্তের ভাণ্ডারে জাগুন লাগাইয়া এবং শেষে মানুষের নাক, কান ও পুরস্ত্রীর স্তন কাটির দিয়া নির্দয়স্কপে বাঙ্গালার সেনা ও প্রজাকুলকে সংহার করিতে আরম্ভ করে। । বিবিধ গ্রন্থ প্রণেতা মুকবি প্রযুক্ত যোগীন্দ্রনাথ বসু বি-এ মহাশয় মেদিনীপুরে বর্গীর অত্যাচারের একটি প্রাচীন কাহিনী অবলম্বন করিয়া "গৌরী পূজা” শীর্ষক যে কবিতাটি লিখিয়াছেন, উহ! পাঠ করিলে অশ্র সম্বরণ করা যায় না। : সুপবিত্র হিন্দু-খ্যাতিবিশিষ্ট শিবাজী, বাজিরাও, ফার্ণাবিস প্রভৃতি মহামহিমাময় ব্যক্তিগণের স্বজাতিবর্গের শেষ এইরূপ অধঃপতন হইয়াছিল। এই অধঃপতনই বোধ হয় সেই বিপুল অধ্যবসায়শীল মহারাষ্ট্রীয় শক্তির অবসানের একমাত্র কারণ । মেদিনীপুর জেলা বঙ্গ উড়িষ্যার সীমান্ত প্রদেশে অবস্থিত থাকায় ● बाजालांछ ऐछिशन-अट्टेमिर्थ थठाकीघ्र अवांबँौ थांबण । - + Holwell's—Interesting Historical Events, p. 153. बिद्राज-प्लेगूणांणोडीौन (अश्वान), गू: ००० ।। 1 नवाछांबछ, घाजिरल १७, wé गरथm-४०२४, चाग्नि-दू ०११-व्vs ।