পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/২৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*30s মেদিনীপুরের ইতিহাস । সম্মুখে প্রস্তর ধিনিৰ্ম্মিত বৃষ এবং প্রস্তর খোন্তি মহাকাল ভৈরবের প্রতিমূর্তি। ঐ প্রদেশের প্রাচীন লোকের নিকট অবগত হওয়া যায় যে, জ্বর্গটি পরিত্যক্ত হইলে উহা ক্ষ্যে তস্করের জাবাস স্থানে পরিণত হইয়াছিল এবং তাহার কালীপূজার রজনীতে ঐ পাষাণময়ী মূর্তির সন্থৰে মন্ত্ৰবলি প্রদান করিত। পাৰাণময়ী প্রতিমার কয়েকটি অঙ্গুলী ভস্থ হইয়া গিয়াছে, তাহার ভোগ পূজাদিও এক্ষণে জার যথা-নিয়মে হয় না। তিনি এক্ষণে গভীর অরণ্যে জীর্ণ গৃহে বাস করিতেছেন। বাহার এই দেবী-প্রতিমা সংস্থাপন করিয়াছিলেন তাহাদের সুখ, সৌভাগ্য, পরাক্রম অতীতের অন্ধকারময় গর্ভে বিলীন হইয়া গিয়াছে। কালস্রোতে কত রাজা, কত সম্রাটু, কত সাম্রাজ্য ভাসিয়া গিয়াছে কিন্তু অতীত সাক্ষী পাষাণমরী অদ্যাপি সেই প্রাচীন গৌরবের প্রদীপ্ত মহিমা ঘোষণা করিতেছেন । * রায়বনিয়া দুর্গটি বঙ্গ ও উড়িষ্যার সীমাস্ত প্রদেশের হিন্দুর একটি প্রধান কীৰ্ত্তি-চিহ্ন। কিন্তু কত দিন হইল, কাহার দ্বারা যে উহ। নিৰ্ম্মিত হইয়াছিল তাহা সঠিক বলা যায় না। জনশ্রুতি কোট ཀྱཱ་ཡཱ་ན། दिब्लाङ्गे মহাভারতোক্ত মৎস্তদেশাধিপতি বিরাট রাজা উহার প্রতিষ্ঠাতা। জনশ্রুতি যাহাই থাকুক, মহাভারতীয় কালের মৎস্তদেশাধিপতি বিরাটের সহিত যে উহার কোন প্রকার সম্পর্ক ছিল না তাহা আমরা নিঃসন্দেহে বলিতে পারি। আমাদের অনুমান ঐ বিরাট রাজা ভিন্ন ব্যক্তি ছিলেন। প্রাচ্য-বিস্তামহার্ণব শ্ৰীযুক্ত নগেন্দ্রনাথ বস্তু মহাশয় কোটদেশাধিপতি বিরাট গুহ নামক জনৈক রাজার নাম আবিষ্কার করিয়াছেন। } বিরাট কোট

  • নারায়ণগড় রাজবংশ–ইয়ুক্ত ত্ৰৈলোক্যনাথ পাল, পৃ: ৪৪.৫৪ । ? ऋजब ब्राडौंश ऐछिहान-ब्राजछरूो७, अथव ङात्र-भूः००s ।