পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/২৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ミ?br মেদিনীপুরের ইতিহাস । ছেন, উহারই বর্তমান নাম রায়বনিয়া গড় । * আবার কেহ কেহ বলেন, কটাসিন দুর্গ এক্ষণে কটাসিংহ নামে পরিচিত এবং উহা কটক জেলার অন্তর্গত ও মহানদীর তীরে অবস্থিত । * তবকাৎ-ই নাসিরীর বর্ণনার সহিত মিলাইয়া দেখিলে বোধ হয় যে, জাজনগর রাজ্যের সীমান্তেই কটসিন দুর্গটি অবস্থিত ছিল। কিন্তু কটাসিংহ জাজনগররাজ্য বা উড়িষ্যার মধ্যস্থলে অবস্থিত। পরস্তু রায়বনিয়া গড়টিই উৎকলের সীমান্তে অবস্থিত দেখা যায়। প্রাচ্যবিদ্যামহার্ণব নগেন্দ্র বাবুও রায়বনিয়া গড়কেই কটাসিন দুর্গ বলিয়া মনে করেন। : মীরজাফর র্থ মারহাট্টাদিগকে দমন করিতে পারিলেন না দেখিয়৷ ১৭৫০ খৃষ্টাব্দে স্বয়ং নবাব আলীবর্দী খাঁ। মেদিনীপুরে উপস্থিত হইলেন। যাহাতে শত্রুর ভবিষ্যতে আর এদিকে আসিতে వ్రై না পারে সেইরূপ ব্যবস্থা করিতে কৃতসঙ্কল্প হইয়৷ নবাব স্থির করিলেন যে, তিনি সেনা সন্নিবেশ করিয়া মেদিনীপুরে কিছুকাল অবস্থিতি করবেন। তাহার আগমন সংবাদ পাইয়া মারহাট্টাগণ এবার আর যুদ্ধ না করিয়া উড়িষ্যায় পলায়ন করিল। সিরাজউদৌলা একদল সৈনিকসহ মারহাট্টাদিগের পশ্চাদ্ধাবন করিয়া বালেশ্বরে উপস্থিত হইলেন এবং যুদ্ধে জয়লাভ করিয়া প্রত্যাবৃত্ত হইলেন। প্রিয় দৌহিত্র সিরাজকে দুৰ্দ্দান্ত মহারাষ্ট্রীয়দিগের সহিত যুদ্ধ করিতে পাঠাইয়া নবাবও নিশ্চিন্তু ছিলেন না ; তিনিও তাহার সেনাদল সহ সিরাজের পশ্চাতেই যাত্রা করিয়াছিলেন। পথে নারায়ণগড়ে সিরাজের সেনাদলের সহিত নবাবের সেনাদলের সাক্ষাৎ হইল। সিরাজ স্নেহশীল

  • নব্যভারত—পঞ্চবিংশ খণ্ড-চতুর্থ সংখ্যা। + ऊवकां९-३-नागिब्रोब्र ३श्ब्राछी चश्दान-धूः evv । { বঙ্গীয় সাহিত্য পরিষৎ পত্রিকা—১৬শ ভাগ-পূঃ ১৩২ ৷