পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
ভৌমিক বিবরণ।

পরিগণিত হয় এবং সে সময় উহার সীমারও অনেক পরিবর্ত্তন হইয়াছিল। উৎকলেরই অন্য নাম উড়িষ্যা।

 উৎকল ও উড্রদেশের পূর্ব্বোক্ত সীমানির্দ্দেশ হইতে জানা যায় যে, প্রাচীনকালে মেদিনীপুরের দক্ষিণাংশ—যাহা কলিঙ্গ-রাজ্যের অন্তর্গত ছিল, পরবর্ত্তী সময়ে সেই অংশই উৎকলের অন্তর্ভূত এবং পশ্চিমদিকের কিয়দংশ উড্রদেশের অন্তর্ভূত হইয়াছিল। উড়িষ্যার সুবিখ্যাত জগন্নাথ দেবের মন্দিরে মাদলাপাঞ্জী নামে কতকগুলি অতি প্রাচীন হস্তলিখিত তালপত্র আছে। সেইগুলি হইতে উড়িষ্যার অনেক প্রাচীন উৎকলের রাজস্ব-বিভাগ প্রাচীন কথা জানিতে পারা যায়। তৎকালে উড়িষ্যা একত্রিশটি দণ্ডপাঠে এবং ঐ দত্তপাঠগুলি আবার ১১০টি বিশিতে বিভক্ত ছিল। তন্মধ্যে নিম্নলিখিত ছয়টি দণ্ডপাঠ বর্ত্তমান মেদিনীপুর জেলার অন্তর্নিবিষ্ট হয়:—(১) টানিয়া, (২) জৌলিতি, (৩) নারায়ণপুর, (৪) নইগাঁ, (৫) মালঝিটা, (৬) ভঞ্জভূম-বারিপাদা। টানিয়া দণ্ডপাঠের মধ্যে কাকরাচোর, জলেশ্বরচোর, দাঁতুনিয়াচোর, নারাঙ্গাচোর, বিনিসারা বা বালিসরাচোর ও বেড়েইচোর নামে ছয়টি বিশি ছিল। এখনও এই নামে কয়েকটি পরগণা বালেশ্বর ও মেদিনীপুর জেলায় বিদ্যমান থাকিয়া প্রাচীন বিশিগুলির পরিচয় দিতেছে। জলেশ্বর অদ্যাপি ‘টুনিয়া জলেশ্বর’ নামে পরিচিত। বর্ত্তমান কাঁথি মহকুমার অধিকাংশই মালঝিটা দণ্ডপাঠের অন্তভুত ছিল। মাদলাপাঞ্জীতে উল্লিখিত নারায়ণপুর ও বর্ত্তমান নারায়ণগড় পরগণা একই স্থান বলিয়া অনুমিত হয়।


    to have owned and which bordered in Pundra. I would suggest that this must have been Udra in ancient times.” J. R. A. S. Vol. LXVI. Part 1. No 2.