পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/২৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মহারাষ্ট্রীয় উপদ্রব বা হাঙ্গামা । ২২১ পারেন নাই। এই স্থৰোগে মারহাট্টার মেদিনীপুরের উত্তর অঞ্চল পৰ্য্যস্ত অধিকার বিস্তৃত করে এবং ক্ষীরপাই হইতে কলিকাতা ও হুগলীতে এবং বিষ্ণুপুর হইতে মুর্শিদাবাদাভিমুখে সৈন্ত পঠাইয়া কলিকাতা আক্রমণ এবং বাদসাহের সৈন্যদলের সহিত সম্মিলনের সুযোগ অন্বেষণ করিতে থাকে। ইহাতে কলিকাতার ইংরাজগণ ভয় পাইয়া সমরসজ্জা করেন। ঐ সময় কলিকাতার ‘মারহাট্টা খাত’ নামক গড়টি কাটা হয় এবং কোম্পানীর কৰ্ম্মচারী নহেন এরূপ অস্ত্রধারী ভারতবাসিদিগকে কলিকাতা ত্যাগ করিতে আদেশ দেওয়া হয়। কারণ জনরব উঠিয়াছিল যে, রাজা দুর্লভরাম মারহাট্টাদিগের সহিত ষড়যন্ত্রে কাজ করিতেছিলেন এবং দুর্লভরামও তখন কলিকাতাতেই ছিলেন। যাহা হউক, বাদসাহ সে সময় তাহার বিরুদ্ধে প্রেরিত ইংরাজ সৈন্তের সহিত যুদ্ধ করা যুক্তিসঙ্গত নহে মনে করিয়া পাটনায় প্রত্যাবর্তন করেন এবং এদিকে ইংরাজ সেনানায়ক কাপ্তেন হোয়াইট ও একদল সৈন্য লইয়া গিয়া মেদিনীপুরে শৃঙ্খলাস্থাপন করেন। * এই ঘটনার অত্যন্ত্রকাল পরেই মীরকাশেমের সহিত সন্ধির সপ্তামুসারে চাকল। মেদিনীপুরে কোম্পানীর অধিকার প্রতিষ্ঠিত হয়। ঐ সময় মহারাষ্ট্রীয় দলপতি শ্ৰীভট্ট নবাব আলীবর্দী ধার সময় হইতে উড়িষ্যা প্রদেশ তাহাদিগকে ছাড়িয়া দেওয়া འཐ་"ཧྥུཔྟ་ག”༔ হইয়াছে বলিয়া মেদিনীপুর চাকলায়ও চোথের দাবী করিয়া কলিকাতায় ইংরাজ গবর্ণরের নিকট পত্র লিখিলেন। গভর্ণর উত্তর দিলেন, মেদিনীপুর উড়িষ্যার অন্তভূত নহে, সুতরাং মহারাষ্ট্রীয়গণের ঐরূপ দাবী হায়সঙ্গত নহে। ইংরাজ গবর্ণরের পূৰ্ব্বোক্তরূপ উত্তর পাইয়া ১৭৬১ খৃষ্টাব্দের জানুয়ারী 3& Broomes History of the Bengal Army, pp. 289-95, 319.