পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/২৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१९२ মেদিনীপুরের ইতিহাস। মাসে মারহাট্টার দ্বিগুণ উৎসাহে মেদিনীপুর আক্রমণ করিলে, মেদিনীপুরের ইংরাজ কুঠার রেসিডেন্ট জন্‌ষ্টোন সাহেব বিপন্ন হইয়া কলিকাতায় সাহায্য প্রার্থনা করিলেন । * কলিকাতা হইতে একদল ইংরাজ সৈন্ত আসিলে মারহাট্টাগণ সরিয়া পড়িল । এইরূপে উত্যক্ত হইয়া ইংরাজ কাউনসিল কল্পনা করিয়াছিলেন যে, কটক পৰ্য্যন্ত সৈন্ত পাঠাইয়া মারহাট্টাদিগকে বিতাড়িত করা হইবে। কিন্তু পরে কাউন্‌সিলে বিষম মতভেদ উপস্থিত হওয়ায় ঐ কল্পনা আর কাৰ্য্যে পরিণত হইতে পারে নাই । ১৭৬৪ খৃষ্টাব্দের ডিসেম্বর মাসে মারহাট্টাগণ ইংরাজ রাজ্যের সীমার সন্নিহিত প্রদেশ আক্রমণ করিবার অভিপ্রায়ে পুনরায় আগমন করে। তন্নিবারণের জন্ত বিস্তর ইংরাজ সৈন্ত প্রেরিত হইয়াছিল। + সেনানায়কগণের মধ্যে মেজর চ্যাপ মেনের নাম বিশেষ প্রসিদ্ধ। ইনি কয়েকটি যুদ্ধে জয়লাভ করিয়া মারহাট্টাদিগকে সেবার দমন করিয়াছিলেন। ঐ সময় নারায়ণগড়ের জমিদার রাজা পরীক্ষিত পাল কোম্পানীর বিশেষ সাহায্য করিয়াছিলেন। মেজর চ্যাপ মেন সাহেব ১৭৬৪ খৃষ্টাব্দের ১০ই জানুয়ারী তারিখে রাজা পরীক্ষিতকে যে পত্র লেখেন তাহার সারমৰ্ম্ম এইরূপ ;– আপনার বিশ্বস্ততা ও দক্ষতাগুণে অামি বিশেষ উপকৃত হইয়াছি। অতি সত্বর মহারাষ্ট্রীরগণের উপদ্রব নিবারণের জন্ত বিশেষ উদ্যোগ হইতেছে ; উহাদিগকে দমনের জন্য অত্যন্ন দিনের মধ্যেই একদল ইংরাজ সৈন্ত সুবর্ণরেখা তীরে ছাউনি করিবে । অতএব আপনি উপযুক্তরূপ রসদ সংগ্রহের জন্য বিশেষ মনোযোগী হইবেন। :

  • TLong's Records, pp. 263-264. # Ferminger's Bengal District Records, Midnapore—1763

1767. Letter No 31, p. 27 নারায়ণগড় রাজবংশ–ঐযুক্ত ত্ৰৈলোক্যনাথ পাল ।