পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/২৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মহারাষ্ট্রীয় উপদ্রব বা বর্গীর হাঙ্গামা । २२७ ইহার পর পুনঃ পুনঃ কোম্পানীর সৈন্ত কর্তৃক বিতাড়িত হইলেও মারহাট্টাগণও পুনঃ পুনঃ মেদিনীপুরে আসিয়া উপদ্রব করিতে ছাড়ে নাই। কোম্পানীর সৈন্ত তাহাদিগকে আক্রমণ করিতে অগ্রসর হইলেই তাহারা নিবীড় বলপ্রদেশে আশ্রয় গ্রহণ করিত, আবার ঐ সকল সৈন্য পশ্চাদগমন করিলেই উহার বাঙ্গালার সীমানায় উপস্থিত হইয়। লুটপাট ও ঘোরতর অত্যাচার আরম্ভ করিয়া দিত। ধূৰ্ত্ত মহারাষ্ট্ৰীয়গণ এইরূপ কুটীল নীতি অবলম্বন করিয়া দেশবাসীকে ব্যতিব্যস্ত করিয়া তুলিয়াছিল। কোম্পানীর ইংরাজ কৰ্ম্মচারিগণও ঐরূপ আচরণে একেবারে বিত্রত হইয়া পড়িয়া ছিলেন। ১৭৬৮ সালের সরকারী চিঠা হইতে জানা যায় যে, তৎপূৰ্ব্বে মারহাট্টাগণ অনেকবার যেদিনীপুরের রেসিডেন্ট জনৃষ্টোন সাহেবকে আক্রমণ করিয়াছিল। ঐ সময় যেদিনীপুর জেলার অন্তর্গত পটাশপুর পরগণা লইয়াও কোম্পানীকে বিশেষ বেগ পাইতে হইয়াছিল। ইংরাজ ও মারহাট্টাদিগের অধিকারের স্বাভাবিক সীমা ছিল সুবর্ণরেখা নদী। ঐ নদীর বামদিকে কোম্পানীর ও দক্ষিণদিকে মারহাট্টা**রে বর্গ দিগের অধিকার ছিল। কিন্তু কোম্পানীর অধিকারের মধ্যে পটাশপুর পরগণায় মারহাট্টাদিগের অধিকার ছিল । * সেইরূপ মারহাট্টাদিগের অধিকারের মধ্যে ভেলোরাচ্যের নামে এক পরগণা কোম্পানীর অধিকার-ভুক্ত ছিল। এই স্থত্রে নানাকারণে পরম্পরের মধ্যে বিবাদ বিসম্বাদ ঘটিত। মারহাট্টাদিগের অধিকারে বিস্তর লাঠিয়াল ও দস্থ্য তস্করের বাস ছিল এবং ইংরাজাধিকারের যত

  • “Pataspur–Alivardi Khan granted this pargana to Marhattas as security for the CHAUTH.—O'malley's Balasore Gazetteer, pp. 30-41.” -

Firminger's Midnapore Records 1763-1767, (foot note)-p. 142.