পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/২৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

रे३७ মেদিনীপুরের ইতিহাস । পারিয়াছিল পলাইয়া গিয়াছিল। বিশেষতঃ সদর রাপ্তার ধারে যে সকল গ্রাম ছিল, তাহ প্রায় মনুষ্যশূন্ত হইয়াছিল। * প্রজাদিগের যখন এইরূপ অবস্থা, মারহাট্টার অত্যাচারে যখন তাহারা ধনে প্রাণে মারা যাইতেছিল, সেই সময় দেশের কয়েকজন রাজা, জমিদারও প্রজাদিগের উপর নানাপ্রকার অত্যাচার করিতে বিন্দুমাত্র ক্রট করেন নাই। ফলতঃ সে সময় দেশের এক ভয়ানক দুদিন উপস্থিত হইয়াছিল। যাহার. লোকবল ও ধনবল ছিল, সেই কোনপ্রকারে আত্মরক্ষা করিতে পারুিয়াছিল। ঐ সকল রাজা, জমিদারদিগের মধ্যে সাহষন্দরের ভূঞা ও ময়ূরভঞ্জের রাজার নাম উল্লেখ যোগ্য। ১৭৭০ খৃষ্টাব্দে মারহাট্রাধিকারভুক্ত সাহবন্দর পরগণার জমিদার জলেশ্বর চাকলার অন্তর্গত কোম্পানীর অধিকৃত নাপোচোর পরগণার উৎপর ধান্তের উপর কর ধার্ষ্য করিতে চাহেন। মেদিনীপুরের তৎকালীন রেসিডেন্ট পিয়ার্স সাহেব উহার প্রতিবাদ করেন। কিন্তু ভুঞা তাহাতে কর্ণপাত ন৷ করিয়। উক্ত পরগণা আক্রমণ করে এবং প্রজাদিগের যথাসৰ্ব্বস্ব লুণ্ঠন করিয়া লইয়ু যার। ঐ বৎসরের ১৫ই জুন তারিখে মেদিনীপুরের রেসিডেন্ট ফোর্ট উইলিয়মের কালেক্টর জেনারেল ক্লড রাসেল সাহেবকে যে পত্র লিখিয়াছিলেন, তাহাতে এই ঘটনার উল্লেখ আছে। { - ঐ সময় ময়ূরভঞ্জের রাজাও ইংরাজ-প্রজা ও ইংরাজ-কৰ্ম্মচারীদিগকে নানাপ্রকারে বিত্রত করিয়া তুলিয়াছিলেন। ময়ূরভঞ্জের রাজা নামে মাত্র কটকের মহারাষ্ট্রীয় স্ববাদারের অধীন ছিলেন। তিনি স্বীয় স্বাধীন রাজ্য ব্যতীত মেদিনী সাহবন্দরের ভুঞা। ময়ূরভঞ্জের রাঙ্গ । - 鄰 * স্থিয়াজ-উস্-সালাতল, রামপ্রাণ গুপ্তের অক্সবাদ। # Firminger's Midnapore Reco, rds-1768.1770.