পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/২৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মহারাষ্ট্রীয় উপদ্রব বা বগাঁর হাঙ্গামা । 文戏穹 পুরের জঙ্গল-মহালের অন্তর্গত নয়াবসান নামক একটি পরগণাও কোম্পানীকে রাজস্ব দিয়া অধিকার করিতেন। ১৭৮২ খৃষ্টাব্দে রাজা উহার রাজস্ব দেওয়া বন্ধ করিয়া দেন এবং বালেশ্বর জেলার অন্তর্গত কোম্পানীর অধিকৃত পূৰ্ব্বোক্ত ভেলোরাচোর পরগণায় মাণিকীস্বত্ব দাবী করিয়া বসেন। গবর্ণর জেনারেল এই দাবী অগ্রাহ করায় রাজা উড়িষ্যার গড়জাত-মহালের অন্য একজন বিদ্রোহী সর্দারের সহিত মিলিত হইয়া কোম্পানীর অধিকারের মধ্যে প্রবেশ করতঃ যথেচ্ছ অত্যাচার আরম্ভ করিয়া দেন । ঐ সময় মহারাষ্ট্রীয় মুবাদার ও ময়ূরভঞ্জের রাজার মধ্যে কোন কারণে মনোমালিন্ত ঘটায় কোম্পানী মহারাষ্ট্রীয় মুবাদার রাজারাম পণ্ডিতের সহায়তায় ময়ূরভঞ্জের রাজাকে পরাজিত করেন। রাজা নয়াবসান পরগণার জন্য কোম্পানীকে বার্ষিক তিন হাজার দুই শত টাকা করিয়া রাজস্ব দিতে স্বীকৃত হয়েন ঃ ইহার পর ১৭৯৯ খৃষ্টাব্দের মার্চ মাসে পাইকারা ভূঞা নামক জনৈক মারহাট্ট জমিদার নয়শত অনুচর লইয়া নেীরঙ্গাচোর পরগণায় প্রবেশ করিয়া গ্রাম লুণ্ঠন করে। ঐ বৎসরের মে মাসে উক্ত জমিদার এক হাজার ছয় শত অশ্বারোহী অনুচর সহ পুনরায় ঐ পরগণায় উপস্থিত হইয়া উপদ্রব আরম্ভ করে। এই সময় বলরামপুর পরগণার জমিদার বীর প্রসাদ চৌধুরীও স্বীয় তিনশত অনুচর সহ পাইকারা ভুঞার সহিত যোগ দিয়াছিলেন। উভর দল মিলিত হইয়া শুশুনিয়) ও নলপুর গ্রামের কোম্পানীর সীপাহীদিগকে আক্রমণ করে। রাত্রি শেষ হইবার দুই ঘণ্টা পূৰ্ব্বে তাহাদের আক্রমণ আরব্ধ হইয়া সমস্ত দিন ধরিয়া চলিয়াছিল। দিবাবসানকালে গুলি, বারুদ ফুরাইয়া যাওয়ায় কোম্পানীর সিপাহীর পলাইতে বাধ্য হয়। 狮 õnney s District Gazetteer, Midnapore, p. 38. পাইকার ভুঞা।