পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/২৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

శిలి: মেদিনীপুরের ইতিহাস । প্রতিষ্ঠিত হয় । সাজাহানের রাজত্বকালে ২৮টি মহাল লইয়। হিজলী samaana ফৌজদারী প্রথম গঠিত হইয়াছিল। মুর্শিদকুলি *इ११ ! ধার সময়ে চাকল হিজলীতে ৩৫টি পরগণা ছিল। গ্রান্ট সাহেবের রাজস্ব বিবরণী হইতে জানা যায় ষে ১৭২৮ খৃষ্টান্ধে (আমলী ১১৩৫ সাল ) হিজলী ৩৮টি পরগণায় বিভক্ত ছিল। পরবর্তী কালে হিজলীর অন্তর্গত বীরকুল, আগ্রাচোর, মীরগোদাদেবমুঠ, অমর্শ ও ভূঞামুঠা পরগণা চাকল মেদিনীপুরের অন্তভূর্ত হওয়ায় ১৭৬৫ খৃষ্টাব্দে যে সময় হিজলীতে কোম্পানীর অধিকার প্রতিষ্ঠিত হয়, সে সময় নিম্নলিখিত ৩২ টি পরগণা হিজলীর অন্তর্গত ছিল – ( ১ ) জলামুঠা, (২) কেওড়ামাল বিশওয়ান, (৩) দক্ষিণমাল, ( ৪ ) বাহিরীমুঠ, ( ৫ ) পাহাড়পুর, ( ৬ ) গওমেশ, (৭) নয়াচক বাজার (বাইন্দা বাজার ), (৮) ভাইট গড়, (৯) কালিন্দি বালিসাই, ( ১• ) ভোগরাই, ( ১১ ) মাজনামুঠা, (১২) দোরো দুবনান, (১০) নাড়ু য়ামুঠ, (১৪) কশব হিজলী, ( ১৫ ) ইড়িঞ্চি, ( ৬ ) হাসিয়াবাদ নয়াবাদ, ( ১৭ ) সরিফাবাদ, ( ১৮ ) আমিরাবাদ, (১৯ ) বালীজোড়, (২০) পটাশপুর, (২১ ) কিসমৎ শীপুর (২২ ) মহিষাদল, (২৩) গুমগড়, ( ২৪ ) শুমাই, ( ২৫ ) অরঙ্গানগর, (১৬) কাশীমপুর, (২৭) তেরপাড়া, ( ২৮ ) শিলামনগর, (লাটশাল), (২৯ ) কেওড়ামাল নয়াবাদ, (৩০ ) সুজামুঠ, (৩১ ) মহম্মদপুর, (৩২) তমলুক। " এই বত্রিশটি পরগণার মধ্যে মহম্মদপুর নামে কোন পরগণা এমন দেখা যায় না ।

  • H. Werelst's View, Vol. I, pp. 225-226. । গ্রাস্ট সাহেবের রাজস্ব বিবরণীতে চাকলামেদিনীপুরের স্থায় চাকলা হিজলীর পরগণা কয়েকটর নামেও সেইরূপ গোলৰোগ দৃষ্ট হয়। যথা ইড়িঞ্চ–Gunhry ex:-Koinguirah, ce: "It'sl-Tipra Carah reitfi :

Grant's Analysis—Firminger, pp. 365-366.