পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/২৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

శిబికి মেদিনীপুরের ইতিহাস। লালগড় ও (১৭) নয়াসান এবং ১৭৯৩ খৃষ্টাব্দে (১) বরাহভূম, (২) মানভূম, (৩) খ্ৰীপুর, () অম্বিকানগর, ( e ) শিমলাপাল ও (৬) ভেলাই ডিহা, ১৮৯১ খৃষ্টাব্দে বৰ্দ্ধমানের অন্তর্গত বগড়ী ও ব্রাহ্মণভূম এবং ১৮০৩ খৃষ্টাব্দে মারহাট্টাদিগের অধিকৃত পূৰ্ব্বোক্ত কামার্দাচোর, সাহাবন্দর, পটাশপুর, ও ভোগরাই পরগণা মেদিনীপুর জেলার অন্তর্গত হয় । ১৮০৫ খৃষ্টাব্দে মেদিনীপুরের অন্তর্গত ছাতনা ও উপরোক্ত বরাহভূম, মানভূম, শ্ৰীপুর, অম্বিকানগর, শিমলাপাল ও ভেলাইডিহা পরগণা এবং ১৮৩৪ খৃষ্টাব্দে কামার্দাচোর, সাহাবন্দর ও লাঙ্গলেশ্বর পরগণা যথাক্রমে জঙ্গল-মহালের ও বালেশ্বর জেলার অন্তভূত হয়। ১৮৩৬ খৃষ্টাব্দে সমগ্র হিজলী জেলা বা চাকলা হিজলীর অন্তর্গত পূৰ্ব্বেদ্ধত ৩২টি পরগণার মধ্যে পটাশপুর, ভোগরাই ও মহম্মদপুর বাদে অবশিষ্ট ২৯টি পরগগা মেদিনীপুর জেলার সহিত সংযুক্ত হয় । ১৮৭০ খৃষ্টাব্দে মেদিনীপুর জেলার অন্তর্গত ফতেয়াবাদ, জলেশ্বর, নাপোচোর ও ভেলোরাচ্যের পরগণা বালেশ্বর জেলার সীমাভুক্ত হয় এবং ১৮৭২ খৃষ্টাব্দে (প্রথমে বৰ্দ্ধমান চাকলার ও পরে হুগলী জেলার অন্তর্গত) পূৰ্ব্বোক্ত বরদা, চন্দ্রকোন, চিতুয়া, জাহানাবাদ, মণ্ডলঘাট, খারিজ মণ্ডলঘাট ও ভুরসুট পরগণা মেদিনীপুর জেলার অন্তভূত হয়। উপরোক্ত আলোচনার ফলে আমরা মেদিনীপুর জেলার একশতটি পরগণার সন্ধান পাই । কিন্তু পুৰ্ব্বে উল্লিখিত হইয়াছে, এক্ষণে এই জেলায় একশত পনরটি পরগণা আছে। অবশিষ্ট পনরটি পরগণার মধ্যে (১) ওলমারা ময়ূরভঞ্জের গড়জাত মহাল ; পরবর্তীকালে কেবল ভৌগোলিক নিয়মেই উহা মেদিনীপুরের সহিত সংস্কৃষ্ট হইয়াছে। (২) কিসমৎ কেশিয়াড়ী, (৩) কিসমৎ খড়গপুর, (৪) কিসমৎ মেদিনীপুর, ( ) কিসমৎ নারায়ণগড় (৬) কিসমৎ