পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/২৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

శిరి' মেদিনীপুরের ইতিহাস । করিতে হইয়াছিল। দেশে সম্পূর্ণ শাস্তি স্থাপন করিতে তাহাদিগের প্রায় চল্লিশ বৎসর সময় লাগিয়াছিল। আমরা প্রথমে কোম্পানীর রাজত্বের প্রথম ভাগের সেই বিদ্রোহ ও অশাস্তির ইতিহাস আলোচনা করিতেছি । বঙ্গীর হাঙ্গামার স্থায় চুয়াড় উপদ্রবও মেদিনীপুরের ইতিহাসের স্বরণীয় ঘটনা। যে সময় বহিঃশত্রু দুৰ্দ্দান্ত মহারাষ্ট্রীয়দিগের অত্যাচারে মেদিনীপুরের অধিবাসীবর্গ ধনে, প্রাণে উৎসন্ন inه پF چ4ېوپgr; *ې چې پټېو چېي ,يوچtefچi; آ٤٩٦ *R"۹۹۹R কি নিধন মেদিনীপুরের আবাল-বৃদ্ধ-বণিতার উপর নানা প্রকার অত্যাচার করিয়া দেশের চতুদিকেই দারুণ অশান্তি ও একটা হাহাকারের রোল তুলিয়া দিয়াছিল। চুয়াড়গণ এই জেলার জঙ্গল-মহালে বাস করিত। এখন বাঙ্গালীয় চুয়াড় বলিলে অসভ্য, গোয়াড় বুঝায়। তখন জঙ্গলে যে সকল বন্যজাতি বাস করিত তাহাদিগকেই চুয়াড় বলিত। চুয়াড়গণ কৃষিকাৰ্য্য করিত না ; পশু পক্ষী শীকার, জঙ্গল-মহালে উৎপন্ন দ্রব্যাদি বিক্রয় এবং সুবিধা পাইলে দসু্যবৃত্তি করিয়াই তাহারা জীবিকানিৰ্ব্বাহ করিত। তাহাদেয় মধ্যে কেহ কেহ তত্রস্থ্য জমিদারের অধীনে পাইক বা সৈনিকের কার্য্য করিত। বেতনের পরিবর্তে তাহদিগকে জায়গীর ভূমি প্রদত্ত হইত। ঐ সকল পাইক-সৈন্ত যুদ্ধেয় সময় তীর, টাঙ্গী, বর্ষা, বঁটুল প্রভৃতি অস্ত্র লইয়া বিপক্ষের সম্মুখীন হইত। কোনও কোনও সৈন্যদলে বন্মুকও থাকিত। যখন সমস্ত সৈন্ত একত্রিত করিবার আবখ্যক হইত, তখন জমিদার-ভবনের তোয়ণ স্বারে নাগরাধ্বনি করা হইত, তন্ত্রবণে দলে দলে সৈন্তগণ আসিয়া দুর্গ প্রাঙ্গণে সমবেত হইত। ১৭৭৮ খৃষ্টাব্দের একখানি সরকারী চিঠিতে দেখা যায়, যে, ঐ সকল জমিদারও দুষ্ট প্রকৃতির ছিলেন। লোকের-ধন-রস্থ লুণ্ঠন