পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
ভৌমিক বিবরণ।

সেই অংশের থানাগুলির সহিত প্রাচীনকালের ছয়টি দণ্ডপাঠের স্থাননির্দ্দেশ করিতে গেলে মোটামুটী দেখা যায় যে, বালেশ্বর জেলার কিয়দংশ ও দাঁতুন থান লইয়া টানিয়া দণ্ডপাঠ এবং নারায়ণগড় থানা লইয়া নারায়ণপুর দণ্ডপাঠ গঠিত ছিল। রামনগর, কাঁথি, খাজুরি ও ভগবান‍্পুর থানা লইয়া মালঝিট দণ্ডপাঠ থাকা সম্ভব এবং মেদিনীপুর, কেশপুর, শালবনী, খড়্গপুর, বিনপুর, ঝাড়গ্রাম ও গোপীবল্লভ পুর থানা এবং ময়ূরভঞ্জ-রাজ্যের অধিকাংশ লইয়াই বোধ হয় ভঞ্জভূম-বারিপাদা দণ্ডপাঠ গঠিত ছিল। তাহা হইলে ঐ প্রদেশের মধ্যে এগরা, পটাশপুর ও সবঙ্গ এই তিনটি থানার ভূভাগ বাকী থাকিয়া যাইতেছে। সুতরাং আমাদেরও মনে হয়, মনোমোহন বাবু যে অনুমান করিয়াছেন, বর্ত্তমান নেগুঁয়া গ্রাম প্রাচীন নাইগাঁ দণ্ডপাঠের পরিণতি, তাহা অমূলক না হইতেও পারে। এগরা ও পটাশপুর থানা দুইটি পাশাপাশি অবস্থিত; দুইটি থানাতে প্রাচীন হিন্দুকীর্ত্তির নিদর্শনও আছে; সম্ভবতঃ এই দুইটি থানা লইয়াই নাইগাঁ দণ্ডপাঠ এবং সবঙ্গ থানা লইয়া জৌলিতি দণ্ডপাঠ গঠিত ছিল। মেদিনীপুর জেলার মানচিত্র হইতে দেখা যায় যে, সবঙ্গ থানার পার্শ্বে নরায়ণগড়, নারায়ণগড়ের পার্শ্বে পটাশপুর এবং তৎপরে এগরা থানা অবস্থিত। মাদলাপাঞ্জীতেও যেরূপ ভাবে দণ্ডপাঠগুলির নাম উল্লিখিত হইয়াছে, তাহাতেও আমাদের অনুমান সমর্থিত হইতেছে। উক্ত তালিকায় যথাক্রমে জৌলিতি, নারায়ণপুর ও নাইগাঁর নামোল্লেখ আছে।

 মাদলাপাঞ্জীর এই দণ্ডপাঠ-বিভাগের মধ্যে তাম্রলিপ্ত বা তমলুকের নাম নাই। আমরা পূর্ব্বেই আলোচনা করিয়াছি যে, তৎকালে তাম্রলিপ্ত একটি স্বতন্ত্র রাজ্য ছিল; উহা উড়িষ্যার অন্তর্গত ছিল না। তাম্রলিপ্তের দক্ষিণ হইতেই উড়িষ্যার সীমা আরম্ভ হইয়াছিল। মাদলা-