পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/২৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ર9૨ মেদিনীপুরের ইতিহাস । নাই। কিন্তু তাহা হইলেও সহরবাসীর আতঙ্ক যায় নাই ; তাহাদের অনেকেই রাত্রিকালে পুত্র, কন্ত ও অর্থাদি সঙ্গে লইয়া কালেক্টরের গৃহপ্রাঙ্গনে রাত্রি যাপন করিত। দিবাভাগেও সহরের বাহিরে যাতায়াত বন্ধ হইয়া গিয়াছিল। মেদিনীপুরের তদানীন্তন সদাশয় কালেক্টর দেশের এইরূপ দুর্দশ স্বচক্ষে দেখিয়া বোর্ডে জানাইয়াছিলেন যে, মেদিনীপুর জেলার, বিশেষতঃ মেদিনীপুর পরগণার দুর্দশ বর্ণনাতীত ; তথায় নিত্য লোকের উপর যে সকল অমান্নুষিক অত্যাচার অকুষ্ঠিত হইতেছে, তাহ! তিনি আর নিশ্চেষ্টভাবে বসিয়া থাকিয়া দেখিতে পারিতেছেন না। কোম্পানী হয় ইহার প্রতিকারের কোন ব্যবস্থা করুন, নয় তাহাকেই স্থানান্তরিত করা হউক। এই সকল বিবরণ হইতে একদিকে যেমন মেদিনীপুরের অবস্থা বুঝিতে পারা যায় তেমনই অপর দিকে আবার কোম্পানীর উৰ্দ্ধতন কৰ্ম্মচারীদিগের নিশ্চেষ্টতার পরিচয় পাওয়া যায় । বোধ হয় তখনও দেশ শাসন ইংরাজ অপেন কর্তব্য মধ্যে গণ্য করেন নাই ; পরিশেষে দেশের লোকের দুঃখে বিচলিত হইয় তাহার। সে কৰ্ম্মভার গ্রহণ করিয়া থাকিবেন। কালেক্টরের বারম্বার রিপোর্টের পর কর্তৃপক্ষ আর অধিক দিন এ ব্যাপার উপেক্ষা করিতে পারিলেন না। কর্ণগড় ও আবাসগড় আক্রমণ করা হইল এবং চুয়াড়দিগের সহকারিত। সন্দেহ হেতু কর্ণগড়ের জমিদার রাণী শিরোমণিকে বন্দিনী করিয়৷ ১৭৯৯ খৃষ্টাব্দের ৬ই এপ্রিল তারিখে মেদিনীপুরে আন। হইল। ২০শে মে তারিখে আরও পাচ দল সিপাহী মেদিনীপুরে আসিয়া উপস্থিত হয় এবং এই জেলার অন্তর্গত আনন্দপুয় প্রভৃতি ছয়টি কেন্দ্রে সুবেদার, জমাদার, হাবিলদার, নায়ক আখ্যাধারী ৩০৯ জন সৈনিক কৰ্ম্মচারী রক্ষিত হয় । ইহার পর চুয়াড়গণ ছিন্ন বিচ্ছিন্ন হইয়। कुग्राफ़ मगन ।