পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/২৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨8ાજ মেদিনীপুরের ইতিহাস। হয় । তাহণদের আড়াগুলি ধবংস করিয়া দেওয়া হয় এবং ১৭ জুন দলপতিকে ধৃত করিয়া প্রকাশু স্থানে ফাসী দেওয়া হয়। ঐ বৎসরে প্রায় দুই শত জন বিদ্রোহীকে নিহত করা হইয়াছিল। নাএকর স্বভাবতই উগ্র প্রকৃতিসম্পন্ন ছিল, তাহার উপর ধৃত হইলে ষে তাহাদের প্রাণদণ্ড অনিবার্ষ্য, ইহা জানিত বলিয়াই তাহার। প্রারই প্রাণান্ত পর্য্যন্ত কোম্পানীর সৈন্তের আক্রমণ প্রতিহত করিতে প্রয়াস পাইয়াছিল। এই কারণে না এক হাঙ্গামা কিরূপ ভীবণভাবে মেদিনীপুর জেলায় বিস্তৃতি লাভ করিয়াছিল তাহ। ১৮২০ খৃষ্টাব্দে লিখিত হামিণ্টন সাহেবের বিবরণ হইতে বিশেব জানা যায়। তিনি লিখিয়াছিলেন, বাঙ্গালার অন্যান্ত প্রদেশে ব্রিটশ শাসনে শান্তি ও শৃঙ্খলা সংস্থাপিত হইলেও ব্রিটীশ রাজধানী কলিকাতা হইতে মাত্র ত্রিশ ক্রোশ দূরবর্তী স্থানের প্রজার নিরাপদ নহে। ঐ স্থানের অবস্থা দেখিলে মনে হর ষে, তাহারা কোন রাজারই অধীন নহে। সে দেশে অত্যাচারীদিগের বিরুদ্ধে কাহারও সাক্ষী দিবার সাহস নাই, তাহা হইলে অত্যাচারীগণু সাক্ষীকে হত্যা করিয়া প্রতিহিংস প্রবৃত্তি চরিতার্থ করিতে একটুকুও ইতস্ততঃ করিবে না। সামান্য কোন কারণে বা অর্থ লোভে প্রাণ নাশ করিতে সে দেশের লোকে বিন্দুমাত্র দ্বিধা বোধ করে না • চুয়াড় বিদ্রোহ ব্যতীত সন্ন্যাসী হাঙ্গামার দু’একটি ক্ষুদ্র তরঙ্গও মেদিনীপুরের শান্তি নষ্ট করিয়াছিল । সে সময় সন্ন্যাসীরা দলবদ্ধ হইয়া এক স্থান হইতে অল্প স্থানে, বিশেষতঃ এক তীর্থ হইতে অন্ত তীর্থে গমনাগমন করিত। সাধারণতঃ উত্তর-ভারতের ভবঘুরে ব্যক্তিরাই মিলিত হইয়া এই দল গঠন করিত, পরে স্থানীয় চোর, বদমায়েস প্রভৃতি ব্যক্তিদিগের দ্বারা ঐ দল পুষ্ট সন্ন্যাসী উপঞ্জব।

  • W. Hamilton's Description of Hindustan, 1820, Vol. 1. p. 152.