পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/২৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

决仓8 মেদিনীপুরের ইতিহাস । বঙ্গের তদানীন্তন ছোটলাট বাহাদুর বাঙ্গালার সিপাহী বিদ্রোহের যে বিবরণ লিপিবদ্ধ করিয়া গিয়াছেন উহার মধ্যেও মেদিনীপুরের Shekwattee Battalion 3 পূৰ্ব্বোক্ত তেওয়ারী ব্রাহ্মণের ( Police Barkandaz) উল্লেখ আছে। উহা হইতে আরও জানা যায় যে, ঐ সৈন্যদল মেদিনীপুর হইতে ছোট নাগপুরে স্থানান্তরিত হইলে স্থানীয় সাওতালদিগের মধ্যে কিঞ্চিৎ অশাস্তির স্বচনা দেখা দিয়াছিল। কমিশনার সাহেব গবর্ণমেণ্টের নিকট উহা জানাইলে ছোটলাট বাহাদুয় মেদিনীপুরে আবার ক্রমান্বয়ে দুই দল সৈন্য প্রেরণ করিয়াছিলেন।* ফলে সিপাহী বিদ্রোহের বিশেষ কোনও গোলযোগে মেদিনীপুরবাণীকে বিপন্ন হইতে হয় নাই। তবে অন্যান্ত স্থানের পরাজিত সিপাহীগণ পলায়নকালে মেদিনীপুরের কোন কোন স্থানের মধ্য দিয়া যাইবার সময় লুণ্ঠন ও অত্যচারাদি করিতে ক্রট করে নাই। মেদিনীপুরের প্রাচীন লোকদিগের নিকট তাহার দুই একটি কাহিনী অদ্যাপি শুনিতে পাওয়া যায়। পূৰ্ব্ব অধ্যায়ে উল্লিখিত হইয়াছে, হিজলী বন্দর বিশেষ খ্যাতিলাভ করিলে ইউরোপীও বিভিন্ন দেশের বণিকৃগণ একে একে হিজলীতে মেদিনীপুরে আসিয়া উপস্থিত হইয়াছিলেন। ক্রমে তাহারা এই “ཀཱུ་ཀེ་། རྣའི་ ও জেলার মধ্যে প্রবেশ করিয়া স্থানে স্থানে কুঠা নিৰ্ম্মাণ কৰ্ম্মতঃ বাণিজ্য বিস্তার করিয়াছিলেন । এই জেলার দক্ষিণাংশের হিজলী, তমলুক, কেন্দুয়া ( কাথি ( ) প্রভৃতি

  • “Minute, dated the 30th. Sept. 1858, recorded by the Lieutenant Governor Sir Frederic Halliday K. C. B." Bengal under the Lieutenant Governors by C. B. Buckland C. S. Vol. I. pp. 138-140.

+ W. Hedge's Diary Vol. H. p. 131. Midnapore Gazetteer, p. 175.