পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/২৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইংরাজ শাসনকাল। ३७¢ গবর্ণর হেষ্টিংস্ সাহেব আবার রূপান্তরে সেই একচেটিয়৷ অধিকার সংস্থাপন করিলেন। ক্লাইবের সংস্থাপিত নিয়মানুসারে ইষ্ট ইণ্ডিয়া কোম্পীনীর কৰ্ম্মচারিগণ কর্তৃক যে বণিক-সভা সংস্থাপিত হইয়াছিল সেই বণিকসভাই লবণের বাণিজ্যের মূলধনী ছিল। কিন্তু হেষ্টিংস্ ইষ্ট ইণ্ডিয়া কোম্পানীকেই মূলধনা করিয়া বাণিজ্য চালাইতে আরম্ভ করিলেন। তাহার প্রতিষ্ঠিত নিয়মানুসারে লবণ মহালের ইজারদারদিগকে কোম্পানীর নিকট হইতে অগ্রিম টাকা লইয়। লবণ প্রস্তুত করিতে হইত। পরে তাহাদিগকে সমুদয় লবণ ইষ্ট ইণ্ডিয়া কোম্পানীকে দিতে হইত। ইষ্ট ইণ্ডিয়া কোম্পানীর কৰ্ম্মচারিগণ কখনও ঐ বাণিজ্যে লিপ্ত হইতে পরিবেন না বলিয়াও নিৰ্দ্ধারিত হইয়াছিল । * ঐ সময় কমল উদ্দীন হিজলীর নিমক মহালের ইজার লইয়াছিল । কমল ১৭৭৭ খৃষ্টাব্দ পর্য্যন্ত হিজলীর ইজারদার ছিল। তৎकांप्नश त्रांशैौ शैी (४१७४-२१७१), छईन আলাউদ্দীন ( ১৭৬৭–১৭৬৯), দৌলত সিংহ ১৭৬৯–১৭৭০ ), ও লুসিংটন সাহেব (১৭৭৪—১৭৭১) হিজলীর ইজারদার ছিলেন এবং তাহার পরে পঞ্চানন দত্ত ( ১৭৭৭– >११v ) ७ রাজ। যাদবরাম রায় ( ১৭৭৮-১৭৮• ) ইজারদার হইয়াছিলেন । কমল উদ্দীন ইতিহাস প্রসিদ্ধ ব্যক্তি। মহারাজা নন্দকুমারের জালের মোকদ্ধমায় এই কমল উদ্দীনই প্রধান সাক্ষী ছিল । তাহার মিথ্যা সাক্ষ্যেই সেই বৃদ্ধ ব্রাহ্মণের পবিত্র দেহ ফঁাসাঁকাষ্টে দোদুল্যমান হইয়াছিল । বাঙ্গালার ইতিহাসের পাঠকগণ তাহা জ্ঞাত আছেন । কমল উদ্দীনের পিতার নাম রপ্তম। মহারাজা নন্দকুমারের সহিত তাহার বিশেষ প্রণয় ছিল । কমল উদ্দীনও বাল্যকালে মহারাজার দ্বার। ● थशब्राजी बकडूबाब-5छौछब्र१ cगन-शू: ९४९ ॥ লবঙ্গ-মহীলের ইজারদার ।