পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/৩০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ኟቕሀ” মেদিনীপুরের ইতিহাস । বহু সংখ্যক উচ্চ পদস্থ ইংরাজ কৰ্ম্মচারী ও গুণশালী শিক্ষিত দেশীয় কৰ্ম্মচারীর সমাগম হইয়াছিল। কলিকাতার বিখ্যাত ঠাকুর পরিবারের স্বৰ্গীয় লালমোহন, রাধামোহন, গোপীমোহন ও দ্বারকানাথ ঠাকুর প্রভৃতিও এখানকার কার্য্যালয়ে সেরেস্তাদারী, দেওয়ানী প্রভূতি কার্যের দ্বারা বিশেষ ধনলাভ করিয়া গিয়াছেন । ১৮৬১ খৃষ্টাব্দ পৰ্য্যন্ত পূৰ্ব্বোক্ত সন্ট ডিপার্টমেন্টের অস্তিত্ব ছিল। »vez-vo štto fun Hitz (Sir Cicil Beadon K. C. S. I) যখন বঙ্গের ছোট লাট সেই সময় সরকার বাহাদুর লবণের একচেটিয়া ব্যবসায় পরিত্যাগ করেন । ইহার কয়েক বৎসয় পূৰ্ব্ব হইতে এতদ্দেশে বিলাতী লবণের (Liverpool salt) প্রচুর আমদানী হইতে থাকায় সরকারের লবণ কারবারের ক্ষতি হইতে ছিল ; এই জন্য সরকার লবণ কারবার উঠাইয়া দেন। • ডনিখৰ্ণ সাহেব ও কলিক সাহেব যথাক্রমে হিজলী ও তমলুকের শেষ সন্ট এজেণ্ট । সরকার বাহাদুর লবণের একচেটিয়া ব্যবসায় ছাড়িয়া দিলে দেশীয় লোকে সরকারকে লবণ-কর প্রদান করিয়া কিছুদিন এই কারবার চালাইয়াছিল ; কিন্তু বিলাতী লবণের সহিত প্রতিযোগীতায় দাড়াইতে না পারিয়া অগত্যা উহা ছাড়িয়া দিতে বাধ্য হয় । সরকার বাহাদুরও আইন করিয়া লবণ কারবার নিষিদ্ধ করিয়া দেন। এদেশ হইতে লবণ কারবার উঠিয়া যাইবার সঙ্গে সঙ্গে এ প্রদেশের অধিবাসিদেয় ঐসৌভাগ্য ও সুখ সচ্ছন্দতাও অনেকাংশে • Buckland's Bengal under the Lieutensnt Governors, Vol. I., p. 286-87.