পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/৩০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইংরাজ শাসনকাল । 을 বিলুপ্ত হইয়া গিয়াছে। • গ্রান্ট সাহেবের রাজস্ব বিবরণী হইতে জানা যায় যে, সে সময় ফোর্ট উইলিয়মের অন্তর্গত সমস্ত ব্রিটাশ সাম্রাজ্যে বাৎসরিক যত লবণ উৎপন্ন হইত তাহার এক তুতিয়াংশের অধিক লবণ হিজলী প্রদেশ হইতেই পাওয়া যাইত। । কিন্তু সেদিন আর নাই ! জলপাই জঙ্গলের কথা পূৰ্ব্বে উল্লিখিত হইয়াছে। উড়িয়া ভাষায় ‘পাই’ শব্দ জন্য অর্থে ব্যবহৃত হয় এবং জাল’ শব্দ ‘জলন' শব্দের অপভ্রংশ। জালানী কাষ্ঠের জন্য উক্ত জঙ্গলগুলি রক্ষা করা হইত বলিয়াই বোধ হয় উহাদের ‘জালপাই জঙ্গল’ নাম হইয়া থাকিবে। সরকার বাহাদুর লবণ কারবার ছাড়িয়া দিলে উক্ত জঙ্গলগুলি দেশীয় লোকদের সহিত খাজানা ধাৰ্য্য করিয়া বন্দোবস্ত করা হয় । তাহারা ঐ সকল-জঙ্গল পরিষ্কার করতঃ উহাদিগকে আবাদের উপযোগী করে। ১৮২৪ খৃষ্টাব্দের ১ আইন অনুসারে জলপাই জমী সমূহ গবর্ণমেণ্টের সম্পত্তি হইলেও ১৮৬৩ খৃষ্টাব্দে লবণ কারবার উঠিয়া যাইবার পর হইতে এখনও পৰ্য্যন্ত সরকার বাহাদুর জমিদারদিগকে পূৰ্ব্ববৎ খালাড়ী খাজান দিয়া আসিতেছেন। মহামান্ত সেক্রেটারী অব ষ্টেটের সহিত জলামুঠা জমিদারীর মালিক স্বৰ্গীয় রাণী আনন্দময়ী দেবীর মোকদ্দমায় বিলাতের প্রিভী কাউন্সিল যে রায় দিয়াছেম তাহাতে জানা যায় যে, ইংরাজ সরকার থালাড়ী খাজানা বলিয়া যাহা দিয়া থাকেন তাহাকে জালগাই-মহাল। “The Collector states that the abolition of the Government salt monopoly has seriously affected the natural prosperity of the inhabitants of Hijli, who tormerly lived by the manufacture.” Statistic 1 Account of Pengal Vol, III. - * Fifth Report—Firminger-Vol. II, p. 364.