পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/৩০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२१२ মেদিনীপুরের ইতিহাস । রাজস্ব কমিটীর ১৭৭৩ খৃষ্টাব্দের ১৬ই মার্চ তারিখের আদেশ অনুসারে তমলুক, মহিষাদল প্রভৃতি নিমক মহালগুলি সমেত সমস্ত হিজলী প্রদেশকে চগলী জেলা হইতে বিচ্ছিন্ন করিয়া একটি নুতন কালেক্টরী গঠন করা হয় এবং ঐ বৎসরেই কমিটির ২৩শে নভেম্বরের অধিবেশনে স্থির হয় যে, কালেক্টরদিগের দ্বারা রাজস্ব আদায় কার্য্যে বিশেষ সুবিধা হইতেছে না, অতএব অন্ত ৰন্দোবস্ত করা হউক । তদনুসারে কালেক্টরী পদ উঠাইয়া দিয়া জেলাগুলিকে রাজস্ব xfiifsw ( Provincial Council of Revenue ) wäia wai -A I সমস্ত বঙ্গদেশ তৎকালে পাচটী প্রাদেশিক রাজস্ব বিভাগে বিভক্ত ছিল এবং প্রত্যেক বিভাগের অন্তর্গত কয়েকটি জেলা ছিল। তৎকালে হিজলী কলিকাতা বিভাগের এরং মেদিনীপুর বর্দ্ধমান বিভাগের অন্তভূত হয়। ১৭৭৭ খৃষ্টাব্দে পুনরায় কালেক্টরী পদের স্বষ্টি হয় এবং জেলার রাজস্ব আণয়ের ভার তাহাদিগের হস্তে ন্যস্ত হয় । ইহার পর ১৭৮১ খৃষ্টাব্দে প্রাদেশিক রাজস্ব সমিতি পাঁচটি উঠাইয়া দেওয়া হয় এবং তাহার কার্য্যভার ‘কলিকাতা রাজস্ব সমিতি’ নামে একটি নূতন গঠিত সমিতি গ্রহণ করেন। * ঐ সমিতিই পরবর্তিকালে রূপান্তরিত श्या ८वार्ड थद cब्रङिfनसे मांभ eांख हड़ेग्रारझ । + ०१४२ शू४ाक হইতে ১৭৮৬ খৃষ্টাব্দের মধ্যে বঙ্গদেশে আরও কয়েকটি নূতন কালেক্টরী গঠিত হইয়াছিল । সেকালের কাগজপত্রে উহার উল্লেখ আছে। সে সময় বৰ্দ্ধমান জেলার কিয়দংশ লইয়া ( বর্তমান মেদিনীপুর জেলার • Proceedings of the Committee of Revenue cated oth February 1781, pp. 3-11. + Proceedings of the Governor General (Revenue), 16th June 1786.