পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/৩০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

❖ ማቴ মেদিনীপুরের ইতিহাস । তারিখের আদেশানুসারে ১৭৮৭ খৃষ্টাব্দের ২৭শে জুন যে রেগুলেশন বিধিবদ্ধ হয়, তদ্বারা দেওয়ানি আদালতগুলি উঠাইয়া দিয়া পৃথক জজম্যাজিষ্ট্রেটের পদ রহিত করা হয়। ঐ সময় জেলার কালেক্টরদিগকেই জজ-ম্যাজিষ্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হইয়াছিল । তাহারা দেওয়ানী মোকদমা করিতেন এবং ছোট ছোট ফৌজদারী মোকদমার বিচার করিয়া আসামীকে পনর বা বেত বা পনরদিন পর্য্যন্ত কয়েদ দিতে পারিতেন ) আসামীকে ধরিয়া আনিবার ক্ষমতাও তাহদের হস্তে ছিল। পিয়াস সাহেব মেদিনীপুরের প্রথম জজ-ম্যাজিষ্ট্রেট-কালেক্টর। তৎপূৰ্ব্বে তিনি যেদিনাপুরের সুধু কালেক্টর ছিলেন। ঐ সময় বড় বড় ফৌজদারী মোকদ্দমার বিচার ফৌজদারী আদালতেই হইত। পূৰ্ব্বোক্ত জজ-ম্যাজিষ্ট্রেট-কালেক্টর গুরু অপরাধের আসামীকে ফৌজদারী আদালতে সোপর্দ করিতেন। ফৌজদারী আদালতে তখনও কাজিগণ বিচার করিতেন এবং তাহার। মুর্শিদাবাদের নাজিমের কর্তৃত্বাধীনে ছিলেন । পুরাতন কাগজ পত্রে দেখা যায়, সে সময় হিজলী ও মেদিনীপুর দুই জেলার কালেক্টরই জজ-ম্যাজিষ্ট্রেটের ক্ষমতা প্রাপ্ত হইয়াছিলেন ; কিন্তু দুইটি জেলা লইয়া একটি ফৌজদারী আদালত প্রতিষ্ঠিত ছিল । ১৭৯৩ খৃষ্টাব্দে পূৰ্ব্বোক্ত ব্যবস্থার পুনরায় পরিবর্তন হয়। ঐ বৎসরের ৩রা ডিসেম্বর তারিখের রেগুলেশন অনুসারে ফৌজদারী আদালতগুলি তুলিয়া দেওয়া হয় এবং তৎপরিবর্তে বাঙ্গালা দেশের কলিকাতা, ঢাকা ও মুর্শিদাবাদে তিনটি সার্কিট কোর্ট স্থাপিত হয়। প্রত্যেক সার্কিট কোর্টের অধীনে কয়েকটি করিয়া জেলা ছিল । সার্কিট কোর্টের বিচারকগণ সময়ানুসারে জেলায় জেলায় ঘুরিয়৷ তত্তংস্থানের বড় বড় ফৌজদারী মোকদ্দমার বিচায় করিয়া