পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/৩০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইংরাজ শাসনকাল :ፃፃ বেড়াইতেন। প্রত্যেক সাকিট কোর্টে দুইজন করিয়া ইংরাজ বিচারপতি ও র্তাহাদিগকে সাহায্য করিবার জন্ত একজন কাজি ও একজন মুফতি থাকিতেন। হিজলী ও মেদিনীপুর জেলার ফৌজদারী মোকদমাগুলি তৎকালে কলিকাতা বিভাগের সার্কিট কোর্টে বিচার হইত। সার্কিট কোর্টের বিচারকগণও নিজামৎ আদালতের অধীন হইয়াছিলেন। কিন্তু সে সময় নিজামত আদালত গবৰ্ণর জেনারেল ও তাহার কাউন্সিলের সভ্যদিগকে লইয়া গঠিত হইয়াছিল এবং উহাকে মুর্শিদাবাদ হইতে কলিকাতায় স্থানাস্তরিত করিয়া আনা হইয়াছিল । ১৭৯৩ খৃষ্টাব্দের তৃতীয় রেগুলেশন অনুসারে বঙ্গদেশে পুনরায় পনরটি দেওয়ানী আদালত প্রতিষ্ঠিত হয় এবং কালেক্টর ও জজম্যাজিষ্ট্রেটের পদ আবার পৃথক করা হয়। কালেক্টরদিগের হস্তে কেবল রাজস্ব সংক্রাস্ত কার্য্যের ভার থাকে এবং বিচার ও শাসন বিভাগ জজ-ম্যাজিষ্ট্রেটদিগের হস্তে ন্যস্ত হয়। জেলার জজ-ম্যাজিষ্ট্রেটের নিম্পত্য দেওয়ালী মোকদ্দমার আপীল শুনিবার জন্য ফৌজদারী সার্কিট কোর্টের স্কায় কলিকাতা, ঢাকা ও মুর্শিদাবাদে তিনটি প্রভিনৃষ্ঠাল কোর্ট স্থাপিত হইয়াছিল। প্রত্যেক প্রভিন্‌স্তাল কোর্টে তিনজন জজবসিয়া বিচার করিতেন। এই তিনটি কোর্টের উপর আবার কলিকাতায় সদর দেওয়ানী আদালত নামে একটি উচ্চ আদালত প্রতিষ্ঠিত হইয়াছিল। ঐ সময় মেদিনীপুরেও একটি দেওয়ানী আদালত স্থাপিত হইয়াছিল এবং একজম পৃথক জজ-ম্যাজিষ্ট্রেট নিযুক্ত হইয়াছিলেন। কিন্তু হিজলী জেলায় কোন পৃথক জজ-ম্যাজিষ্ট্রেট নিযুক্ত হন নাই বা দেওয়ানী আদালতও স্থাপিত হয় নাই ; হিজলী ও তমলুকের সন্ট এজেন্টায় সে কাৰ্য্য যথাক্রমে ১৭৯৪ ও ১৭৯৬ সাল পৰ্য্যন্ত