পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/৩১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মেদিনীপুরের ইতিহাস । לרא চালাইয়াছিলেন। পরে সন্ট এজেণ্টদিগের হস্ত হইতে ঐ কার্য্যের ভার বিচ্ছিন্ন করিয়া লইয়া মেদিনীপুরের জজ-ম্যাজিষ্ট্রেটের হস্তে অর্পণ করা হয় । তদবধি হিজলী প্রদেশের দেওয়ানী মোকদ্দমা ও ছোট ছোট ফৌজদারী মোকদম মেদিনীপুরের জজ-ম্যাজিষ্ট্রেটের নিকটেই হইতে থাকে। ১৮০১ খৃষ্টাব্দে বগড়ী পরগণার রাজস্ব-বিভাগ বৰ্দ্ধমান জেলা হইতে বাহির করিয়া মেদিনীপুর জেলার অন্তভূক্ত করা হইয়াছিল, সে কথা পূৰ্ব্বে বলিয়াছি। কিন্তু ইহার কয়েক বৎসর পূৰ্ব্ব হইতেই ( ১৭৯৫ খৃঃ অঃ ) বগড়ীর ( থানা গড়বেত ) দেওয়ানী ও ফৌজদারী কাৰ্য্য মেদিনীপুর জেলাতেই হইতেছিল। এইরূপে মেদিনীপুরের জজ-ম্যাজিষ্ট্রেটের কার্য্য ক্রমশঃ বৰ্দ্ধিত হইতে থাকায় তাহার কার্য্য লাঘব করিবার জন্য নেওয়ায় ( এগরা ) একটি জয়েণ্ট-ম্যাজিষ্ট্রেটের কাৰ্য্যালয় প্রতিষ্ঠিত হইয়াছিল। মেদিনীপুর জেলার দক্ষিণাংশের কয়েকটি থানা লইয়া ঐ কাৰ্য্যালয়টি স্থাপিত হয়। কুক সাহেব নেগুয়ার প্রথম জয়েন্ট-ম্যাজিষ্ট্রেট। চৌদ্ধ পনর বৎসরমাত্র ঐ কাৰ্য্যালয়টির অস্থিত্ব ছিল ; পরে অস্বাস্থ্যকর জল-বায়ুর জন্য এবং অন্তান্ত কয়েকটি কারণে ১৮২৯ খৃষ্টাব্দের ২৯শে মে তারিখের হুকুম অনুসারে উহ! উঠাইয় দেওয়া হয় এবং জজ ও ম্যাজিষ্ট্রেটের পদ পৃথক করা হর। ঐ সময় মেদিনীপুরে ডিক সাহেব জজ এবং হেনরী সাহেব ম্যাজিষ্ট্রেট নিযুক্ত হইয়াছিলেন। জঙ্গদিগের হস্তে জেলার সমস্ত দেওয়ানী মোকদ্দমা ও বড় বড় ফৌজদারী মোকদ্ধমায় বিচার-ভার অপিত হইয়াছিল এবং ম্যাজিষ্ট্রেটগণ শাসন বিভাগের কর্তৃত্ব ব্যতীত ছোট ছোট ফৌজদারী মোকদ্দমা করিবার ক্ষমতাও প্রাপ্ত হইয়াছিলেন। ঐ সময়েই সার্কিট কোর্টগুলি উঠিয়া যায় এবং রেভিনিউ