পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/৩১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՀՆ օ মেদিনীপুরের ইতিহাস। ম্যাজিষ্ট্রেট, তিনজন অতিরিক্ত ডিষ্ট্রাক্ট ও সেসন্স জজ, একজন জয়েণ্টম্যাজিষ্ট্রেট, একজন য়্যাসিস্টেণ্ট-ম্যাজিষ্ট্রেট, একজন সুপারিনটেনডেন্ট অব পুলিশ, একজন অতিরিক্ত, সুপারিনটেনডেন্ট অব পুলিশ, তিন জন সব অর্ডিনেট জজ, তের জন ডেপুটী ম্যাজিষ্ট্রেট ও ডেপুটী কালেক্টর, পনর জন মুন্সেফ, তের জন সব ডেপুটী কালেক্টর, ত্ৰিশ জন অবৈতনিক ম্যাজিষ্ট্রেট, একজন জেল সুপারিনটেনডেন্ট, পাঁচ জন ডেপুট সুপারিনটেনডেন্ট অব পুলিশ ও কয়েক জন পুলিশ ইন্সপেক্টার আছেন । এতদৃভিন্ন চিকিৎসা বিভাগে একজন সিভিল সার্জেনও চার জন য়্যাসিসটেন্ট সার্জন, পূর্ব বিভাগে একজন একৃজিকিউটিভ ইঞ্জিনিয়ার, এক জন ডিষ্ট্রক্ট ইঞ্জিনিয়ার ও কয়েকজন য়্যাসিসটেন্ট ইঞ্জিনিয়ার ও সব ইঞ্জিনিয়ার, আবগারী ও নিমক বিভাগে একজন সুপারিনটেনডেন্ট ও চার জন ইন্সপেক্টর, রেজিষ্ট্রেশন বিভাগে একজন ডিষ্ট্রক্ট রেজিষ্টার ও পচিশ জন সব রেজিষ্টার, শিক্ষা বিভাগে একজন ডেপুটী ইন্সপেক্টার এবং কৃষি বিভাগে একজন ডিট্রক্ট এগ্রিকালচারেল অফিসার আছেন।* মেদিনীপুর জেলার একটি ডিট্রক্ট বোর্ড ও উহার অধীনে চারিটি মহকুমায় চারিটি লোক্যাল বোর্ড প্রতিষ্ঠিত আছে। ভারতহিতৈষী রাজপ্রতিনিধি লর্ড রিপন কর্তৃক এদেশে স্বায়ত্ত-শাসন প্রথা প্রবৰ্ত্তিত হইবার পর এই বোর্ডগুলি স্থাপিত হয়। মেদিনীপুর ডিষ্ট্রক্ট বোর্ডের সভ্য সংখ্যা এক্ষণে চব্বিশ। তন্মধ্যে সদর লোক্যাল বোর্ডের প্রতিনিধি পাঁচজন, কঁথি লোক্যাল বোর্ডের তিনজন, এবং তমলুক ও ঘাটাল বোর্ডের দুইজন করিয়া চারজন। অবশিষ্ট বারজন গবর্ণমেণ্টের ডিষ্ট্রাক্ট-বোর্ড। s Quarterly Civil List, January 1921.