পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/৩১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইংরাজ শাসনকাল । ←ᎲᎼ মনোনীত সরকারী ও বে-সরকারী সভ্য। এতদিন জেলার ম্যাজিষ্ট্রেটই ডিষ্ট্রক্ট বোর্ডের চেয়ারম্যান হইয়। আসিতেছিলেন ; কিন্তু বিগত ১৯২০ সাল হইতে মেদিনীপুর ডিষ্ট্রক্ট বোর্ড বে-সরকারী চেয়ারম্যান মনোনীত করিবার অধিকার পাইয়াছে। মেদিনীপুরের সুসস্তান ★faäß ©f&fa *gatsatŵî ( Hon'ble Dr. Abdulla Almamun Surhawardy D. Lit., P. H. D., L. L. D., Bar-atlaw ) মেদিনীপুর ডিট্রক্ট বোর্ডের প্রথম বে সরকারী চেয়ারম্যান। কিঞ্চিৎ অধিক দেড়শত বৎসর হইল এদেশে ইংরাজাধিকার প্রতিষ্ঠিত হইয়াছে। কিন্তু পূৰ্ব্বে উল্লিখিত হইয়াছে, এই সময়ের প্রায় প্রথম পঞ্চাশ বৎসর তাহাদিগকে দেশের নানা প্রকার অশান্তি নিবারণ করিতে যুদ্ধাদি করিয়৷ কাটাইতে হইয়াছিল। ঐ কারণেও বটে আর সে সময় তাহারা ব্যবসা-বাণিজ্য লইয়াই বিশেষ ব্যস্ত থাকায় দেশের আভ্যন্তরীণ সংস্কারে তাদৃশ মনোযোগ দেন নাই। পরে তাহারা সে কার্য্যে হস্তক্ষেপ করিয়াছিলেন। সুতরাং বলা যাইতে পারে, ইংরাজের সংস্পর্শে আসিয়া মেদিনীপুরবাসী এক্ষণে যে সামাজিক, রাজনৈতিক বা আর্থিক অবস্থায় উপনীত হইয়াছে তাহার সুচনা একপ্রকার উনবিংশ শতাব্দীর প্রথম পাদ হইতে হইয়াছে। এই সময়ের অব্যবহিত পূৰ্ব্বে এ দেশের অবস্থা কিরূপ ছিল, এক্ষণে তাহাই আলোচ্য। ১৮৯১ খৃষ্টাঙ্গে ভারতের তৎকালীন গবর্ণার জেনারেল লর্ড ওয়েলেসলী দেশের আভ্যন্তরীণ অবস্থা জগত হইবার জন্য বঙ্গের কয়েকটি প্রধান প্রধান জেলার রাজপুরুষগণকে চল্লিশটি প্রশ্ন করিয়া পাঠাইয়াছিলেন। ১৮০২ খৃষ্টাব্দের ৩০শে জানুয়ারী তারিখে মেদিনীপুরের তদানীন্তন উদার হৃদয় জঙ্গ-ব্য:দ্ধি:ইট ষ্ট্রেচা (H. Strachey) সাহেব উহার ষেউত্তর দিয়াছিলেন শত বর্ষ পূৰ্ব্বে মেদিনীপুর।