পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/৩১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२brरे মেদিনীপুরের ইতিহাস । ফার্মিনৃঙ্গার সাহেবের সম্পাদিত গ্রন্থে উহার সম্পূর্ণ অংশ উদ্ধৃত করা হইয়াছে। * আমরা এ স্থলে সংক্ষেপে উহার কিয়দংশের অনুবাদ উদ্ধৃত করিয়া দিতেছি ; ইহা হইতে তৎকালীন মেদিনীপুর জেলার সাধারণ অবস্থা কিরূপ ছিল, তাহ1 অনেকটা জানা যাইবে । স্থানাভাব বশতঃ ও বাহুল্য ভয়ে সকল প্রশ্নের উত্তর বা উত্তরগুলির সম্পূর্ণ ংশ উদ্ধৃত করা হইল না। “প্রশ্ন —আপনার অধিকারভুক্ত প্রদেশের সন্ত্রান্ত অধিবাসীদিগের আইনের জ্ঞান কিরূপ । তথার হিন্দু বা মহম্মদীয় আইন শিক্ষা দিবার জন্য কোন স্কুল বা অন্য কোনরূপ ব্যবস্থা আছে কি ? উত্তর ঃ—এই জেলার লোকের আইন-জ্ঞান বাঙ্গালা দেশের অন্তান্ত স্থানের অধিবাসীদিগের স্থায়ই নিতান্ত সীমাবদ্ধ। কয়েক জন সরকারী কৰ্ম্মচারী বা কৰ্ম্মের উমেদার ও উকীল ব্যতীত আইনের খবর বড় একটা কেহ রাখে না, রাথিবীর আবখ্যকতাও বোধ করে না । আইন শিক্ষা দিবার জন্ত দেশের মধ্যে কোন স্কুল নাই বা অন্য কোনরূপ ব্যবস্থাও নাই। তবে সামান্ত বাঙ্গালা লেখাপড়া ও হিসাব-নিকাশ শিক্ষা দিবার জগু'প্রায় প্রত্যেক গ্রামে এক একটি স্কুল অাছে। স্কুলের মাসিক বেতন এক আনা কি দুই আন মাত্র। যাহারা ঐ সকল স্কুলে শিক্ষকতা করিয়া থাকেন তাহদের জ্ঞান ও শিক্ষা ঐ কার্য্যের পক্ষে যথেষ্ট হইলেও সমাজে তাহাদের কোন সন্মান নাই ; সমাজে তাহারা স্কুল-কলেজ ।

  • “The Fifth Report from the Select Committee of the House of Commons on the Affairs of the East India Company” e ited by the Ven. W. K. Firminger M.A., B. D., B. Lit., Archdeacon of Calcutta, Vol. II. pp. 590–619.