পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/৩৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Rふbr মেদিনীপুরের ইতিহাস। বাণিজ্যে বিপ্লব সাধন, কৰ্ম্মজগতে প্রকৃতি পুঞ্জের স্বায়ত্ত শাসন, ইংলণ্ডের বিশ্বসাম্রাজ্য, ভারতবাসীর অধীনতা এই সকলের উদ্বোধন করিয়া ১৮১৫ সাল মানবজগতে দেখা দিয়াছিল। ১৮১৫ সালে যেদিন ইউরোপে ইংলণ্ডের আধিপত্য ঘোষিত হইল, তাহারই কিছুকাল মধ্যে ভারতখণ্ডে মহারাষ্ট্ৰীয় স্বাধীনতা লুপ্ত হইল এবং ইংলণ্ডের সাম্রাজ্য যথাসম্ভব নিষ্কণ্টক হইল। এইরূপে ইংরাজজাতির বিশ্বসাম্রাজ্য গঠিত হইয় প্রাচ্য ও প্রতীচ্য জগৎকে একস্থত্রে গ্রথিত করিল। ১৮১৫ সালের ঘটনা এসিয়া ও ইউরোপের সুদৃঢ় মিলনব্যাপারের প্রথম ঘটনা। প্রাচ্য জগতে ও পাশ্চাত্য জগতে ভাববিনিময়, কৰ্ম্ম-বিনিময় ও আদর্শ-বিনিময়—এই দিন হইতে নিয়মিতরূপে চলিতে লাগিল । তারপর নব নব চিন্তার আবির্ভাব, বিপ্লববাদ ও সাম্যবাদের প্রবর্তন, ধৰ্ম্মে নাস্তিকতা, পাশ্চাত্য জগতে সংস্কৃত ভাষা ও সাহিত্যের প্রচার, সাহিত্যে ভাবুকতা, জাৰ্ম্মান ও আমেরিকান দর্শনবাদে বেদাস্তের ক্ষীণ আলোক বিস্তার, শিল্প জগতে প্রতিদ্বন্দ্বিভা, ণেগ্ৰাম শমঞ্চ গঠন, ফরাসী-বিপ্লব, ইতালীর স্বাধীনতা, তুরস্কের ওষ্ঠাগত প্রাণতা, রুশিয়ার বিস্তার, আমেরিকার গৃহবিবাদান্তে বিশ্ববিজয়লিঙ্গ, নব্যাভূদয়প্রাপ্ত-জাভিপুঞ্জের বাণিজ্য ও সাম্রাজ্যপ্রতিযোগিতা, সকল জাতিরই প্রাচ্যজগতে ভোগ স্বত্বাধিকারের প্রবল প্রয়াস, এসিয়ায় ও আফ্রিকায় বৃহত্তর জাৰ্ম্মেনী, বৃহত্তর ইতালা, বৃহত্তর আমেরিক ও রহত্তর রুশিয়া প্রতিষ্ঠার উদ্যম—-এই সকল কৰ্ম্ম ও চিন্তা পাশ্চাত্য জগতের দৈনন্দিন জীবনকে পরিচালিত করিয়াছে । (৪) প্রাচ্যকে গ্রাস করিবার জন্ত, প্রাচীন জগভের আদর্শ, সভ্যতা, শিল্প ও সাম্রাজ্যকে ধ্বংস করিবার জন্ত, পুরাতনের প্রভাব অভিভূত { s) विवशखि-५ः २०२-२०s