পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
১৬
মেদিনীপুরের ইতিহাস।

ছিল। নারায়ণগড় ও খান্দার নামে এখনও দুইটি পরগণ আছে।

 (১৫) করোই বা কেরৌলি—মনোমোহন বাবু সিদ্ধান্ত করিয়াছেন, ইহা এখনকার দাঁতুন ও এগরা থানার অন্তর্গত কুরুলচৌর পরগণা।

 (১৬) তরকোল—এই মহালে তৎকালে একটি দুর্গ ছিল। সম্ভবতঃ ইহা এখনকার দাঁতুন থানার অন্তর্গত তুরকাচৌর পরগণা।

 (১৭) মালছটা বা মালঝিটা—বর্ত্তমান কাঁথি মহকুমার অধিকাংশই এই মহালের অন্তর্ভুত ছিল।

 (১৮) বালিসাহি:—রামনগর থানায় কালিন্দী-বালিসাহি ও উড়িষ্যা-বালিসাহি নামে দুইটি পরগণা আছে।

 (১৯) ভোগরাই:—এই নামে একটি পরগণার কিয়দংশ এক্ষণে এই জেলার রামনগর থানায় এবং কিয়দংশ বালেশ্বর জেলার অন্তর্গত বালিয়াপাল থানায় আছে। তৎকালে ভোগরাই মহালেও একটি দুর্গ ছিল। এই মহাল হইতে একশত অশ্বারোহী এবং আড়াই হাজার তীরন্দাজ ও মশাল-বাহক সৈন্য সরবরাহ করা হইত।

 (২০) তলিয়া ও কশবা জলেশ্বর:—এই মহালটির মধ্যে সরকার জলেশ্বরের প্রধান নগর জলেশ্বর সহরটি অবস্থিত ছিল। এই মহালের অধিকাংশই এই জেলার মধ্যে পড়িয়াছিল; অবশিষ্ট সামান্য অংশ বালেশ্বর জেলার অন্তর্ভুত ছিল দেখা যায়। নিজ জলেশ্বর সহরটি এক্ষণে বালেশ্বর জেলার মধ্যে অবস্থিত।

 (২১) রাইপুর:—এই নামে বাঁকুড়া জেলায় এখনও একটি পরগণা আছে।

 (২২) সিয়াড়ী:—ব্লকম্যান সাহেব অনুমান করেন, ইহা এই জেলার অন্তর্গত এখনকার চিয়াড়া পরগণা; কিন্তু মনোমোহন বাবুর মতে ইহা বালেশ্বর জেলার অন্তর্গত সিয়ারী পরগণা।