পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/৩৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

లి) ఆ মেদিনীপুরের ইতিহাস । ব্যবসায় দ্বারা যে অর্থ সঞ্চয় করিয়াছিলেন, তদ্বারাই এই মন্দিরটি নিৰ্ম্মাণ করিয়া দিয়াছিলেন । এই দুইটি মন্দির একটি খিলান দ্বার সংযোজিত ; সেই খিলানটি জগমোহন’নামে পরিচিত। এতদ্ভিন্ন যজ্ঞমন্দিরের সম্মুখে বলিদান ও যাত্রাদি হইবার জন্য ‘নাট্যমন্দির’ নামে ছাদ বিশিষ্ট একটি দালান আছে । উহারই সম্মুখে দেউড়ী ও নহবতখানা। মন্দিরের দক্ষিণ দিকে পাকশালা ও অধিকারীদিগের থাকিবার গৃহাদি অাছে এবং উত্তর দিকে একটি কুণ্ড বা পুষ্করিণী আছে । দেবীর বেদীর নিয়ে সোপানাবলীর ভিতরে ভূতনাথ ভৈরব আছেন । তমলুকের নিকট পৰ্ব্বতাদি কিছুই নাই, আর তৎকালে এখনকার মত রেল ষ্টীমারের সুবিধাও ছিল না। এরূপ অবস্থায় বহুদুর হইতে প্রস্তরাদি আনাইয়া এরূপ সুবৃহৎ মন্দির নিম্মাণ করা তৎকালীন শিল্পনৈপুণ্যের যথেষ্ট পরিচায়ক । প্রত্নতত্ত্ববিদৃ হান্টার সাহেব ইহার শিল্পনৈপুণ্যের বিশেষ প্রশংসা করিয়াছেন এবং ইহাকে একটি অতি প্রাচীন কীৰ্ত্তি বলিয়া নির্দেশ করিয়াছেন। ৬ রাজেন্দ্রলাল মিত্র, রমেশচন্দ্র দত্ত প্রমুখ পণ্ডিতগণও ঐ মতাবলম্বী । তমলুকের জিষ্ণুহরি দেবতা সম্বন্ধে এইরূপ কিম্বদন্তী যে, উহা নরনারায়ণরূপী কৃষ্ণাৰ্জ্জুনের যুগলমূৰ্ত্তি । তাম্রলিপ্তের প্রাচীন রাঞ্জা পরম বৈষ্ণব রাজা ময়ুরধ্বজ কৃষ্ণাৰ্জুনের তাম্রলিপ্তে আগমন ঘটনা চিরস্মরণীয় করিয়া রাখিবার জন্য তাঁহাদের ঐ যুগলমূৰ্ত্তি নিৰ্ম্মাণ করিয়া স্বীয় রাজধানীতে প্রতিষ্ঠিত করিয়াছিলেন। রাজা ময়ূরধ্বজের সময়ে নিৰ্ম্মিত প্রাচীন মন্দিরটি রূপনারায়ণ নদের গর্ভস্তাৎ হওয়ায় প্রায় পাচ শত বৎসর হইল এক গোপাঙ্গন জিষ্ণুহরির বর্তমান মন্দিরটি নিৰ্ম্মাণ করিয়া • statistical Account o Bengal. Vol III. p. 65. জিফুহরি মূৰ্ত্তি।