পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/৩৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রাচীন কীৰ্ত্তি ও কাহিনী । wరి দিয়াছিলেন। জিষ্ণুহরির সেবা পূজার জন্য তমলুকের রাজার ঘথেষ্ট পরিমাণ ভূসম্পত্তি অর্পণ করিয়া গিয়াছেন। তমলুকের গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির চৈতন্যদেবের অন্যতম অনুচর বাসুদেব ঘোষ কর্তৃক প্রতিষ্ঠিত হইয়াছিল। তিনি জীবনের অধিকাংশ কাল ধৰ্ম্মপ্রচার উপলক্ষে এই প্রদেশে অতিবাহিত করিয়াছিলেন। চৈতন্যদেবের অন্তৰ্দ্ধান হইলে বাসুদেব অত্যন্ত শোকাকুল হইরা তমলুকে মহাপ্রভুর মূৰ্ত্তি নিৰ্ম্মাণ করাইয়া শোকের কথঞ্চিৎ সাম্বন করেন। কিছুদিন পরে তদীয় শিষ্য মাধবী দাসের হস্তে সেবাদির তার অর্পণ করিয়া তিনি তীর্থপর্য্যটনে গমন করেন। তমলুক, ময়না, মুজামুঠ প্রভৃতি স্থানের ভূস্বামিগণ গৌরাঙ্গ মহাপ্রভুর সেবাদির জন্য বিস্তর ভূসম্পত্তি দান করিয়া গিয়াছেন। ঐ সকল সম্পত্তির উপস্বত্ব হইতে মহাপ্রভুর সেবাদি সুচারুরূপে নিৰ্ব্বাহ হইতেছে । তমলুকে ‘খাটপুকুর’ নামে একটি প্রাচীন পুষ্করিণী আছে। প্রবাদ, রাজা তাম্ৰধ্বজ এই সরোবরাট খনন করাইয়। তন্মধ্যে মন্দির প্রস্তুত করতঃ পরিবারবর্গ সমভিব্যাহারে প্রতিষ্ঠা করিতে***ফ ছিলেন, এমন সময়ে অকস্মাৎ বারিরাশি উত্থিত হইয়া তাহাদিগকে নিমজ্জিত করিয়া ফেলে, ঐ মন্দিরের বর্তমান চুড়াটি লোকের মনে এই সংস্কারকে দৃঢ়ীভূত করিয়া, তুলিয়াছে। ফলতঃ অনুধাবন করিয়া দেখিলে বোধ হয় যে, এই পুষ্করিণীটি প্রতিষ্ঠা কালীন সাধারণের আচরিত বিশ্বদণ্ড দ্বারা প্রতিষ্ঠাকাৰ্য্য সমাধা না করিয়৷ একটি মন্দির বা স্তম্ভ দ্বারা উহা সম্পন্ন করা হইয়াছিল। অনেক পুরাতন পুষ্করিণীতেই এইরূপ দেখা যায়। ‘নেতা ধোপানীর পাট’ বলিয়া একখানি প্রস্তরকে বহুকালাবধি cश्रोब्राच अशeडू ।