পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/৩৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

33 : মেদিনাপুরের ইতিহাস । তমলুকের রজকের সংক্রাপ্তিদিবসে পূজাদি করিয়া আসিতেছে। এইরূপ কিম্বদন্তী, চম্পাই নিবাসী চাদসদাগরের নববিবাহিত পুত্রবধু বেহুল বিবাহ রজনীতে ফণীদংশনে মৃত্যু হওয়ায় মৃত পতির শবকে ভেলা সংযোগে অসংখ্য গ্রাম ও নদী পার হইয়। এই স্থানে আনয়ন করিয়াছিলেন। এখানে নেতা নাম্নী কোন রাজকপত্নী দেবতাদিগের বস্ত্রাদি ধৌত করিত ; বণিক্‌ কামিনী তাহার আশ্রয়ে থাকিয় তাহারই সাহায্যে দেবতাদিগকে সন্তুষ্ট করিয়া আপনার পতি ও তদীয় অন্যান্য সহোদরগণকে পুনঃজীবিত করিয়া স্বদেশে প্রতিগমন করিয়াছিলেন । কিন্তু ‘মনসার ভাষাণ’ নামক পুস্তকে এই ঘটনা ত্রিবেণীর নিকটে কোন স্থানে হইয়া ছিল বলিয়া উল্লেখ আছে। পণ্ডিত রামগতি দ্যায়রত্ন মহাশয় তাহার ‘বাঙ্গালী ভাষা ও সাহিত্যবিষয়ক প্রস্তাব’ নামক গ্রন্থেও লিখিয়াছেন যে, অদ্যাপি ত্রিবেণীর বাধা ঘাটের কিঞ্চিৎ উত্তরে নেতা ধোপানীর পুকুর’ নামে একটি পুষ্করিণী আছে। আমাদের অনুমান, তমলুকের সহিত উক্ত ঘটনার কোন বিশেষ সম্বন্ধ নাই ; তমলুকের নেতা ধোপানীর পাট খানি কেবল নেতার প্রতি ভক্তির চিহ্ন বলিয়াই বোধ হয় । নেত) খোপাপীর পাট । তমলুকের বর্তমান সবডিভিজন্তল আফিসের অনতিদূরে থাট পুকুরের পূৰ্ব্বদিকে বাঙ্গালার ভলণ্টিয়ার সৈন্যদলের লেপ টেষ্ঠ্যান্ট Q'oïdi TiVo ( Lieutenant Alexander সেপটেন্যান্ট ()' Hara of the 5th Battalion ) “soft ও’হায়ার সমাধি । - সমাধি স্তম্ভ আছে। কোম্পানীর আমলে উড়িষ্যাবিজয় ও সাওতাল বিদ্রোহ নিবারণের জন্ত কোম্পানীর সৈন্থ)সামস্তাদি কলিকাতা হইতে অর্ণবধানে তমলুকে পৌঁছিয়া লালদিঘী নামক পুষ্করিণীর নিকট দুই এক দিন ছাউনী করিয়া থাকিত। পরে তাহার