পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/৩৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রাচীন কীৰ্ত্তি ও কাহিনী । 叉)》般 একটি প্রচীন কীৰ্ত্তি । এই মহাদেবের প্রকাশ সম্বন্ধেও নানাপ্রকার কিম্বদন্তী আছে । জনপ্রবাদ, এক সময়ে এই মন্দির পাশ্বেই সমুদ্র ছিল । ধনপতি বণিক্‌ সিংহল যাইবার সময় এই পথেই গিয়াছিলেন এবং তাহার প্রদত্ত অর্থেই এই মন্দিরটি নিৰ্ম্মিত হইয়াছিল । মন্দিরটি জীর্ণ হইয়৷ যাওয়ায় প্রায় ৭০৷৮০ বৎসর হইল জয়নারায়ণ গিরি নামক স্থানীয় জনৈক ভূম্যধিকারী উহার সংস্কার করিয়া দিয়াছিলেন। তারকেশ্বরের মোহন্তের সম্প্রদায়ভুক্ত জনৈক মোহস্ত কর্তৃক এই মহাদেবের সেবা পূজাদি নিৰ্ব্বাহ হইয়া থাকে। ইহার অনেক ভূসম্পত্তি আছে। প্রতি বৎসর শিব-চতুর্দশীর সময় এখানে একটি মেলা হয় ; সে সময় এস্থলে সহস্ৰ সহস্ৰ লোকের সমাগম হইয়া থাকে । - নন্দীগ্রামের জানকীনাথের সুবৃহৎ মন্দিরটি ১৮০৩ খৃষ্টাব্দে মহিষাদলের অন্যতম রাজা আনন্দলালের সহধৰ্ম্মিণী পূৰ্ব্বোক্ত রাণী জানকীদেবী কর্তৃক প্রতিষ্ঠিত হইয়াiছল। এই মন্দিরে অতিথি অভ্যাগতর আহারের বিশেষ ব্যবস্থা আছে । নন্দীগ্রাম থানার অন্তর্গত বাগুলিচক গ্রামে হলদী নদীর তীরে বাশুলী দেবী নামে একটা প্রাচীন দেবীও আছেন । সুতাহাটী থানার দোরো পরগণায় মাধব, সাগরমাধব ও নীলমাধব নামে তিনটি অতি প্রাচীন প্রস্তর মূৰ্ত্তি আছে। নীল প্রস্তরে নিৰ্ম্মিত সুবৃহৎ মূৰ্ত্তিগুলির গঠন প্রণালী দেখিলে আশ্চৰ্য্যা| !. দ্বিত হইতে হয়। কত যুগ হইল মূৰ্ত্তিগুলি নিৰ্ম্মিত হইয়াছে, কালের কঠোর হস্ত উহাদের গাত্রে কত অত্যাচার করিয়া গিয়াছে, তথাপি মুক্তিগুলি দেখিলে মনে হয় যেন শিল্পী সদ্যঃ সদ্যঃ উহাদের নিৰ্ম্মাণ কাৰ্য্য শেষ করিয়া গিয়াছেন। উহাদের প্রকাশ সম্বন্ধেও অনেক কাহিনী প্রচলিত আছে । কিন্তু ঐ গুলি যে নন্দীগ্রাম ও রায়পাড়ার মন্দিয় ।