পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/৩৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

9by মেদিনীপুরের ইতিহাস । ‘জমিদার বংশ’ শীর্ষক অধ্যায়ে সে সম্বন্ধে বিস্তারিত আলোচন করা যাইবে । দ্বাদশদ্বারী দুর্গটি চতুর্দিকে স্বপ্রশস্ত ও সুগভীর পরিখার দ্বারা বেষ্টিত ছিল। এখনও স্থানে স্থানে তাহার চিহ্ন আছে। ঐ দুর্গ মধ্যস্থ একটি স্থানকে লোকে কপূরতলা বা রাজাদের কোষাগার বলিয়া নির্দেশ করিয়া থাকে। এতদ্ভিন্ন ঐ প্রাসাদটীর পূর্ব গৌরবের পরিচয় দিতে কতকগুলি প্রস্তর খণ্ড ব্যতীত অন্য কোন নিদর্শন নাই । চৌহান বংশীয় রাজাদের আমলে চন্দ্রকোণার পশ্চিম প্রান্তে রামগড় ও লালগড় নামে দুইটি দুর্গ নিৰ্ম্মিত হইয়াছিল। তন্মধ্যে ১৫২২ খৃষ্টাব্দে রামগড় দুর্গে রঘুনাথ জীডর মূৰ্ত্তি প্রতিষ্ঠা করা হয় এবং ১৫৭৭ শকান্দায় । ১৬৫৫ খৃষ্টাব্দে ) প্রাচীন দ্বাদশদ্বারা দুর্গ হইতে গিরিধারী জীউকে আনয়ন করিয়া লালগড় দুর্গে স্থাপিত করা হইয়াছিল। তথায় গিরীধারী জীউর । জষ্ঠ একটি সুদৃপ্ত নবরত্ন মন্দিরও নিন্মাণ করিয়া দেওয়া হয়। রামগড় দুর্গে রঘুনাথ জীউর যে মূৰ্ত্তি ছিল, তাহা উত্তরকালে লুপ্ত হওরায় পরবর্তীকালে কোন রাজা ঐ দুর্গের অনতিদূরে একটি সুদৃপ্ত বৃহৎ মন্দির নিন্মাণ করিয়া তন্মধ্যে অষ্টধাতু নিৰ্ম্মিত রঘুনাথ বিগ্রহ প্রতিষ্ঠা করিয়াছিলেন । লালগড় দুর্গের অভ্যস্তরস্ত নবরত্ন মন্দিরটিও ধ্বংস হইলে গিরীধারী জীউকেও উত্তরকালে তথা হইতে আনয়ন করিয়া রঘুনাথ জীউর মন্দিরের নিকটে একটি নূতন মন্দির নিম্মাণ করিয়া স্থাপন করা হইয়াছিল । লালগড় হইতে আনীত হইবার পর হইতে গিরীধারী জীউ লালজীউ নামে অভিহিত হইতেছেন । গিরীধারী জীউর পুরাতন নবরত্ন মন্দিরে ধে প্রস্তর ফলকখানি ছিল তাহা এক্ষণে লালজীউর মন্দিরের সন্মুখে রক্ষিত আছে। উহা হইতে জানা যায় যে, ১৫৭৭ শকে রাজা হরিনারায়ণের পত্নী রাণী লক্ষণাবতী কর্তৃক গিরীধারী জীউর মন্দিরটি রামগড় ও লালগড় झर्ण।