পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/৩৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রাচীন কীৰ্ত্তি ও কাহিনী । ৩২৫ দ্রবের সময় রাজ-পরিবার ধনরত্ন লইয়া তথায় সময়ে সময়ে বাস করিতেন । সদর মহকুমার মধ্যে মেদিনীপুর সহরে একটি প্রাচীন প্রস্তর নিৰ্ম্মিত দুর্গ আছে। কতদিন হইল কাহার দ্বার। যে উহা নিৰ্ম্মিত হইয়াছিল তাহা আবিষ্কৃত হয় নাই। আমাদের অনুমান, রাজা মেদিনী কর কর্তৃক মেদিনীপুর নগর প্রতিষ্ঠিত হইবার সময়েই এই ༧་གཝཱཀ“ দুর্গটও নিৰ্ম্মিত হইয়াছিল। তৎপরে এদেশে মুসলমানদিগের অধিকার প্রতিষ্ঠিত হইলে এই দুর্গটও মুসলমানদিগের হস্তগত হয়। সেই সময়েই উহার অভ্যস্তরন্থ মসজিদটি নিৰ্ম্মিত হইয়া থাকিবে । আইন-ই-আকবরীতে মেদিনীপুর পরগণার মধ্যে দুইটি দুর্গের উল্লেখ দেখিতে পাওয়া যায়। প্রত্নতত্ত্ববিদ রায় মনোমোহন চক্রবর্তী বাহাদুর অনুমান করেন, এই দুর্গট তন্মধ্যে একটি । * মোগল রাজত্বে এই দুর্গট এপ্রদেশের একটি প্রধান সেনা-নিবাস ছিল। নবাব আলীবর্দী, নবাব সিরাজউদৌলা, মীর জাফর, মীর কাশেম প্রভৃতি অনেকেই এই স্থানে বহুদিন বাস করিয়া গিয়াছেন। মেদিনীপুর সহরের অন্তর্গত সুজাগঞ্জ, অলিগঞ্জ, মীর বাজার, মীরজ বাজার, নজরগঞ্জ প্রভৃতি স্থানের নামগুলিতে এ স্থানে মুসলমান প্রতিপত্তির বিশেষ পরিচয় পাওয়া বায় । মুসলমান দিগের হস্ত হইতে কাড়িয়া লইয়া মহারাষ্ট্রীয়গণ কিছুদিন এই দুর্গট অধিকার করিয়া রাখিয়াছিলেন। পরে এদেশে কোম্পানীর অধিকার প্রতিষ্ঠিত হইলে ইহা তাহদেরও সেনা-নিবাসে পরিণত হইয়াছিল। সে সময় বহু সংখ্যক সৈন্ত এই স্থানে থাকিত। মেদিনীপুর সহরের কর্ণেলগোলা, মিলিটারী বাজার, সিপাহী বাজার প্রভৃতি

  • J. A. S. B., Vol. XII. 1916. No. I, pp. 46-56.