পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/৩৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

K:ఆ মেদিনীপুরের ইতিহাস । স্থানের নামকরণ সেই সময়েই হয়। মেদিনীপুর হইতে সেনানিবাস উঠিয়া গেলে এই দুর্গট মেদিনীপুরের ডিষ্ট্রক্ট জেলরপে ব্যবহৃত হইত। পরে নুতন সেন্টাল জেল নিৰ্ম্মিত হইলে ডিীষ্ট, জেলটিও তথায় উঠিয়া যায়। তদবধি সাধারণের নিকট উহা পুরাতন জেল নামে পরিচিত হইতেছে। এক্ষণে অব্যবহার্য্য অবস্থায় পড়িয়া থাকায় এই প্রাচীন দুর্গট দিনে দিনে নষ্ট হইয়া যাইতেছে । জনশ্রুতি, এই দুর্গটার অভ্যন্তর হইতে সহরের উপকণ্ঠস্থিত গোপগিরি পৰ্য্যন্ত একটি স্বভূজপথ ছিল । শক্র কর্তৃক দুর্গ অবরুদ্ধ হইলে, ভিতর হইতে বাহিরে যাইবার বা বহির হইতে ভিতরে আসিবার জন্য এই গুপ্ত পথটি রাখা হইয়াছিল। সহরের দুই একজন প্রাচীন লোকের নিকট শ্রুত হওয়া যায়, ডিষ্ট্রক্ট জেলের জনৈক কয়েদি ঐ পথে পলায়ন করিবার উদ্দেশ্বে উহার মধ্যে প্রবেশ করিয়া মারা যায়। এই দুর্ঘটনার পরেই দুর্গের মধ্যে ঐ সুড়ঙ্গটির যে দ্বার ছিল তাহ রুদ্ধ করিয়া দেওয়া হয়। অদ্যাবধি তাহার চিহ্ন আছে। কিন্তু অন্য দ্বারটি যে, গোপগিরির নিকট কোন স্থানে ছিল তাহার কোন সন্ধান পাওয়া যায় নাই । এই দুর্গের চতুৰ্দ্ধিকে যে সুবিস্তীর্ণ মঠ আছে উহার সহিত হিন্দু, মুসলমানের, ইংরাজ, মারহাট্টার জয় পরাজয়ের অনেক স্মৃতি জড়িত আছে। ঐস্থানে হিন্দু মুসলমানে, মোগল পাঠানে, মোগলে বগীতে অনেক সংঘর্ষ হইয়। গিয়াছে। সে সময় মাঠটা সুবিস্তৃত ছিল ; পরবর্তিকালে উহারই স্থানে স্থানে জেলা স্কুল ও কলেজ, কলেজের ছাত্রাবাস, পোষ্ট আফিস, ডিষ্ট্রক্ট বোর্ড আফিস, এড়ওয়ার্ড মেমোরিয়াল হস্পিট্যাল, ফিমেল হস্পিট্যাল, কুষ্ঠাশ্রম, ইয়ংমেন্স ক্রিশ্চিয়ান এসোসিয়েসন প্রভৃতি সরকারী ও বে-সরকারী গৃহগুলি নিৰ্ম্মিত হওয়ায় উহার আয়তন এক্ষণে ছোট হইয়া গিয়াছে ।