পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/৩৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রাচীন কীৰ্ত্তি ও কাহিনী। రిఫిసె পরিচিত ; উহার জল অতি সুস্বাদু ও স্বাস্থ্য পরিবর্দ্ধক। এই জন্ত প্রতিদিন বহু সংখ্যক লোক সমাধি রক্ষকের নিকট হইতে মূল্য দিয়া জল লইয়া যায়। কুপটির সহিত একটি ঝরণার যোগ থাকায় উহার জল কখনও শুষ্ক হয় নাই ; প্রায় সকল সময়েই উহ পূর্ণ থাকে। বাহিরের আরজ্জনাদি বাহাতে কূপের ভিতরে পড়িতে না পারে সেইজন্য কুপটার উপরেও ছাদ দেওয়া আছে । মেদিনীপুর সহরের কেরাণীটোলা পল্লীতে রোমান ক্যাথলিকদিগের ও চার্চ অব ইংলণ্ড মিশন সম্প্রদায় খৃষ্টানদিগের এক একটি - গীর্জা আছে। এতদ্বব্যতীত সহরের উত্তরাংশে ****** আবাস গড়ের সন্নিকটে আমেরিকান ব্যাপটিঃ মিশন সম্প্রদায়েরও একটি গীর্জা আছে। রোমানক্যাথলিকদিগের । গীর্জাটি এ দেশে ইংরাজাধিকার আরম্ভ হইবার কিছুকাল পরেই প্রতিষ্ঠিত হয় এবং চার্চ অব ইংলণ্ডের সেন্ট জন্স চার্চ’ নামক সুউচ্চ গীর্জাটি ১৮৫১ খৃষ্টাব্দে নিৰ্ম্মিত হইয়াছিল । চার্চ অব ইংলণ্ড মিশন ও আমেরিকান ব্যাপটিষ্ট মিশন দুইটির কার্য্য যথাক্রমে ১৮৩৬ ও ১৮৬৩ খৃষ্টাব্দ হইতে এ প্রদেশে আরম্ভ হইয়াছে। পূৰ্ব্বোক্ত তিনটি গীর্জার সন্নিকটেই খৃষ্ঠানদিগের তিনটি সমাধিক্ষেত্র আছে। এতদূব্যতীত কর্ণেলগোলা পল্লীর পুরাতন জেল নামক প্রাচীন দুর্গটির দক্ষিণদিকে উহারই গাত্র-সংলগ্ন প্রাচীর বেষ্টনীর মধ্যেও আর একটি সমাধি-ক্ষেত্র অাছে। স্থানাভাব বশতঃ উহা এক্ষণে অব্যবহার্ষ্য হইয়াছে। তথায় অনেকগুলি সমাধি দৃষ্ট হয়। তন্মধ্যে কয়েকটি শতাধিক বৎসরের পুরাতন। ইষ্ট ইণ্ডিয়া কোম্পানিয় আমলে ইংরাজ রাজত্বের মুদৃঢ় ভিত্তি প্রতিষ্ঠা কয়ে কোম্পানীর কার্ষে যাহার দূরদেশে স্বজন বিরহ অবস্থায় প্রাণত্যাগ করিয়াছিলেন, এরূপ কয়েক জন ইংরাজ