পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/৩৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রাচীন কীৰ্ত্তি ও কাহিনী । . ৩৪৭ মাঝি রাজাদের রাজত্ব লোপ হইলে ব্রাহ্মণভূম পরগণায় ব্রাহ্মণ রাজার অভু্যদয় হইয়াছিল। মাঝি রাজাদের গড়ের দক্ষিণদিকে এক ক্রোশ মধ্যে ব্রাহ্মণ রাজাদের প্রসিদ্ধ ‘আড়ঢ়া গড়’ বিদ্যমান। ঐ গড়ে অবস্থান করিয়া কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী তাহার মনোহর ‘চণ্ডীকাব্য’ বিরচন করিয়াছিলেন । র্তাহার কাব্যে এই গড়েরও উল্লেখ আছে : “ধন্তরে অঁড়িঢ়ার গড়, বাশ করে কড় কড়, জয় চণ্ডী করে হানা হানি।” মাঝি রাজার বাহির গড়ের উত্তর সীমায় জয়চণ্ডী ঠাকুরাণীর প্রস্তরময় মন্দির ও পূৰ্ব্বসীমায় হটনগর মহাদেবের অনাদি লিঙ্গ অদ্যাপি আছে। ‘জমিদার বংশ’-শীর্ষক অধ্যায়ে ব্রাহ্মণভূম রাজবংশের বিবরণ লিপিবদ্ধ হইবে । ব্রাহ্মণভূম পরগণার উত্তর সীমায় নেড়া দেউল নামে একটি প্রাচীন মন্দির আছে। ঐতিহাসিক রজনীকান্ত চক্রবত্তী মহাশয়ের অন্ধুমান, নেড়া’ শব্দ রাঢ়া শব্দের অপভ্রংশ। 豪 আমরাও তাহাই মনে করি। নেড়া দেউল চন্দ্রকোণা পরগণার দক্ষিণ সীমায় কোঙাই নদীর পর পারে অবস্থিত। কোঙাই নদীর দক্ষিণ হইতেই ব্রাহ্মণভূম পরগণ আরম্ভ। আমরা পূৰ্ব্বে আলোচনা করিয়াছি, এক সময় মেদিনীপুর জেলার উত্তরাংশে অবস্থিত চন্দ্রকোণা প্রভৃতি পরগণা রাঢ় দেশের অন্তভূত ছিল এবং উহার দক্ষিণ হইতে উড়িষ্যার সীমা আরম্ভ হইয়াছিল। আইন-ই-আকবরীতেও দেখা যায়, সে সময় চন্দ্রকোণ বাঙ্গালার সরকার মান্দারণের এবং ব্রাহ্মণভূম সরকার জলেশ্বরের অন্তভূত 操 গৌড়ের ইতিহাস-দ্বিতীয় ভাগ-পূঃ ৬৩। - ----------- ব্রাহ্মণ ভুমের আড়ঢ় গড়। নেড়া দেউল ও ঝাড়েশ্বর মহাদেব ।